আমাদের কথা খুঁজে নিন

   

আচিপ মহিউদ্দিন ক্যাডা রে ভাই ??? আমি তারে ক্যান চিনি না। আমি তো কুনদিন উনার ব্লগে ঢুকি নাই। আমি কি ব্লগার না?

অতৃপ্ত আত্মার অনুচ্চ ক্রন্দনধ্বনি সেই কবেই মিলিয়ে গেছে স্তব্ধ বালুকাবেলায়। তারপরও স্মৃতির ঠাস বুননে একে একে গেঁথে নিয়েছি হৃদয়ের আবেগতাড়িত কখনওবা অবদমিত অসহায় ইচ্ছেগুলোকে। আর তাই,আজ আমি এখানে। আচিপ মহিউদ্দিন ক্যাডা রে ভাই ??? ব্লগের মা নাকি বাপ??? নাকি?? আর কমু না। তাইলে জেনারেল বানায়া দিব !! আমি জেনারেল হইবার চাই না।

আইচ্চা আচিপ বুনডি রে নিয়া কিছু কইলে জেনারেল বানায়া দেয় ক্যান ?? ব্লগে অনেকেই দেহি লিখে, "সামুতে আমার পদচারনা আচিপ ভাইয়ার পুষ্ট ( আসলেই কি সেগুলা কুনো পুষ্ট, নাকি তাহার গাত্র বহির্গত অব্যবহার্য ইস্টুল !! ) পইড়া। তিনিই আমার আইডুল। আমাকে কেন একুনো চেইফ করা হল না ?" আইচ্চা আমি তো উনার হজমি পুষ্টে কুক্ষনো ঢুকি নাই। আমাল কি হপে?? হিজড়া সমিতির সভাপতির কাছ থেকে নাকি জানা গেছে, কুনো এক ছাগু প্রজাতির নাস্তিক হিজড়া নাকি ব্লগ ত্যাগ করতিছে ! এই খবর শুন্যা তো বি বি চি (কেউ আবার বিচি পইরেন না), চি এন এন, ন্যাশনাল জিওগ্রাফি,আমাজন সব্বাই নাকি ছুঁইটা আইছে বাংলাদ্যাশে। কয়, ওগো কালেকশন থেইকা নাকি কুন এক ছাগল কস্মিনকালে ছুটা গ্যাছিল।

অহন সেই ছাগুলের খুজ পাইয়া নিতে আইছে। ছবির সাথে ছবি মিলায়া দেখে এই সেই ছাগল। আহ, একটা গান মনে পইড়া গেল। "এতদিন তুমি কোথায় ছিলে? একবার বল না সে কথা রাতের আকাশে কখনও কখনও নেমে আসে নিরবতা" যাইহুক, উনারে যদি ওয়াইল্ড লাইফ চ্যানেলে অন্য দেশের বইল্যা দেহান হয়, আমরা কিন্তু মানুম না। উনার ছবি দিতে পারলাম না বইলা মাইন্ড খাইয়েন না।

লিঙ্কে দিলাম। যত খুশি দেইখা লন। ব্লগ ছাইড়া চলে গেলে আর দেখবার পারবেন না কইলাম। আমি আচিপ "ভাইয়া" সম্পরকে বলতে গেলে কিচুই জানি না। আপনারা কেউ জানলে আওয়াজ দিয়েন।

এমুন এত্তা লিজেন্ড! ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।