আমাদের কথা খুঁজে নিন

   

চুরি করলেই চোর হওয়া যায় নাঃ বাংলাদেশের প্রেক্ষাপটে-১

I am Bangladesh supporter আমরা এক মহান দেশে বাস করি। দেশের নাম বাংলাদেশ। ১৯৭১ সালে সারা দুনিয়াকে অবাক করে আমরা বিজয় লাভ করেছি। ভারত আর পাকিস্থান এর মতো ভিক্ষার স্বাধীনতা আমরা পাইনি। নয় মাসে তিরিশ লক্ষ প্রাণের বিনিময় আমরা স্বাধীনতা পেয়েছি।

আজ ৪০ বছর পর আমরা এমন দেশে বাস করছি যাকে আমি চিনতে পারি না । এই কি আমার বাংলাদেশ? যাকে আমি আমার প্রাণের চেয়ে ভালবাসি। যার নাম লেখতে লেখতে আমার হাত ব্যথা হয় না। কেউ আমার দেশের বিরুদ্ধে কথা বললে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছা করত। আজ আমি সেই দেশের বিরুদ্ধে কথা বলছি।

একটি খারাপ সরকারের কারণে। যে সরকার চুরি করে, দুর্নীতি করে,খুন করে,মিথ্যা কথা বলে, ইসলামের বিরুদ্ধের কাজ করে, গণতন্ত্র ধ্বংস করে, সংসদকে রঙ্গমহল পরিণত করে,ভারতের পা চাটে। আমার রাগ এদেশের মানুষের প্রতিও। তারা কি সারাজীবন বোকাই থেকে যাবে? তারা কবে শিক্ষিত, সুশীল, আধুনিক,বিজ্ঞানসম্মত, ইসলামি মানসিকতাসম্মত হবে?কবে দেশের প্রতি তাদের মমত্ববোধ হবে? কবে জেমস এর সাথে গলা মিলিয়ে বলবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি প্রাণের চেয়ে প্রিয় মাগো,তোকে বেশি ভালবাসি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.