আমাদের কথা খুঁজে নিন

   

ডাচ-বাংলা ব্যাংক সিদ্ধান্ত প্রত্যাহারে বাধ্য হলো

আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলতে চাই চলতি ও সঞ্চয়ী হিসাবের ন্যূনতম জমা (ডিপোজিট) বাড়ানোর সিদ্ধান্তটি শেষ পর্যন্ত প্রত্যাহার করেছে বেসরকারি ডাচ- বাংলা ব্যাংক লিমিটেড। বাংলানিউজের অব্যাহত ক্যাম্পেইনের মুখে সঞ্চয়ী হিসেবে ২ হাজার টাকা ও চলতি হিসেবে ৫ হাজার টাকা ন্যূনতম ডিপোজিট করতে হবে মর্মে গ্রাহকের ওপর চাপিয়ে দেওয়া অন্যায্য সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে ব্যাংকটি। নতুন সিদ্ধান্তের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন এর ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ। তিনি বাংলানিউজকে বলেন, ``বৃহস্পতিবারেই ব্যাংকটির সকল শাখায় এ নির্দেশনা পাঠানো হয়েছে এবং তা কার্যকরও করা হয়েছে। `` এর আগে গত ১৪ জুন ব্যাংকটিতে সঞ্চয়ী হিসাবে ন্যূনতম জমা ৫০০ থেকে বাড়িয়ে ২ হাজার টাকা এবং চলতি হিসাবের ন্যূনতম জমা ২ হাজার থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়।

ডাচ-বাংলা ব্যাংকের এই সিদ্ধান্তকে সাধারণ গ্রাহকদেরে ওপর চাপিয়ে দেওয়া একটি অন্যায্য সিদ্ধান্ত বলে বিবেচনা করে গত ১৭ জুন থেকে বাংলানিউজ ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করতে থাকে। শতশত গ্রাহকও এ সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে থাকেন বাংলানিউজকে। ডাচ-বাংলা ব্যাংকের ২৩ লাখ ৫০ হাজার গ্রাহকের স্বার্থের দিকটি বিবেচনায় নিয়ে বাংলানিউজ এই অন্যায্য সিদ্ধান্তটির বিরুদ্ধে ক্যাম্পেইন অব্যাহত রাখে। অনেকটা এ কারণেই ব্যাংকটি তার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয় বলে নাম প্রকাশ না করার শর্তে জানান এর একাধিক কর্মকর্তা। এরই মধ্যে ডাচ-বাংলা ব্যাংকের গ্রাহকরা বাংলানিউজকে তাদের কৃতজ্ঞতা জানাতে শুরু করেছেন।

ব্যাংকের এই সিদ্ধান্ত পরিবর্তন করায় বাংলানিউজের মাধ্যমে কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছেন কয়েকজন গ্রাহক। ডাচ-বাংলা ব্যাংকের কয়েকজন কর্মীও বিষয়টিতে তাদের সন্তুষ্টির কথা বাংলানিউজকে জানান সাইদ আরমান, সিনিয়র ইকোনমিক করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.