আমাদের কথা খুঁজে নিন

   

ডিস টিভির জন্য বঙ্গবন্ধু-১ স্যাটালাইট উৎক্ষেপন, জানেন কিছু ?

টুকলিফাই মারাই আমাদের কাজ, চুরা ছেঁচা দেয়াই আমাদের লক্ষ্য। ডিস টিভি কিভাবে চলেঃ সবার আগে দেখে নিন ডিস টিভির মুড অব এ্যাকশন।ধরুন একুশে টিভি - ঐ যে কাউরান বাজারে একুশে টিভির ছাদে ডিস/এ্যান্টেন ইত্যাদী দেখেন ঐ গুলি দিয়ে চ্যানেলটি তাদের প্রগ্রাম/লাইভ স্ট্রিমিং করে কোন/নির্দিষ্ট স্যাটালাইটে যা করতে তাকে মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্স ব্যবহার করতে হয়।সরকার অনুমদিত একটি তরঙ্গ ও স্পেকট্রাম (সাধারনত ৬ এমবিপিএস ) ব্যবহার করে আমাদের অধিকাংশ টিভি হংকং বেইজ্ড একটি স্যাটালাইটে পাঠায়।সেখান থেকে একুশে টিভির প্যাকেজ অনুযায়ী নির্দিষ্ট দেশের আকশে সেই প্রগ্রাম/স্ট্রিমিং নির্দিষ্ট তরঙ্গে ট্রাসমিট করা হয়।এদিকে আমাদের ডিস অপারেটররা তাদের ছাদের ডিসের মাথায় থাকা এলএমবি দিয়ে একুশে টিভির সেই তরঙ্গটি রিসিভ করে এবং তা ক্যবলের ভিতর দিয়ে আমাদের ঘরে ঘরে পৌছে দেয় আর আমরা একুশে টিভি দেখি।এভাবেই চ্যানেল আইও দেশের ৭০% মানুষের কাছে যেতে না পারলেও আজ সারা বিশ্বে চলে গেছে স্যাটালাইটের প্যাকেজ নিয়ে। সম্পূর্ন লেখা এখানেঃ ডিস টিভির জন্য বঙ্গবন্ধু-১ স্যাটালাইট উৎক্ষেপন, জানেন কিছু ?  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।