আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাসন দন্ড

ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক সমষ্টি যদি ব্যক্তিত্বরোহী তবে শিথিল সমাজকে ভাঙ না কেন সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনেরে সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলনা কেন নির্বাসন দন্ড তোমরা আজ আমায় নির্বাসন দিয়েছো দীপান্তরে নির্বাসিত আজ আমি- "‍রবিনসন ক্রুসো" দীর্ঘ শশ্রু আর আর কেশ ঢেকে ফেলেছে আমার বাহ্যিক জিয়োগ্রাফি । ধারাল বক্র নখগুলো আমাকে রুপান্তরিত করেছে হায়না সাদৃশ্য হিংস্র শ্বাপদে, তোমাদের সভ্যতা ! থেকে আজ আমি বিতাড়িত আমার হাতের তালুতে দৃশ্যমান- একটি হতভাগ্য দেশের মানচিত্র, দু"চোখের তারায় প্রষ্ফুটিত যথাক্রমে- শোষিতের জন্য স্বজন প্রীতি শোষকের জন্য র্দুজয় দাবানল । আমার দুই ঠোঁটে তামাকের কড়া গন্ধ আর স্বাধীনতার সাহসী সংলাপ । কন্ঠে আমার "কবিতা" নামের ভয়ংকর মারনাস্ত্র ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।