আমাদের কথা খুঁজে নিন

   

ক্লোজআপ-১ ধিক্কার!!!

সত্য কথা বলা সত্য স্বীকার করা আবারো মাঠে নামলো ক্লোজআপ-১ চিটাররা! ক্লোজআপ-১’র কথা মনে হলে এই প্রবাদ বাক্যটির কথা মনে হয়,“পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। ” দেশে কী আর শিল্পী আছে? সব শিল্পী মারা গেছে। তাই আবার শুরু হলো সঙ্গীত শিল্পীর খোঁজ। কী যে অবস্থা। ক্লোজআপ-১ তো অনেক শিল্পী সৃষ্টি করল।

নোলক বাবু থেকে লিজা ম্যাডাম পর্যন্ত! কী হালে আছে এরা? এদের হবে কী? গুটি কয়েক শিল্পী মার্কেটে আছে। আর বাকিরা ঝড়ে পড়েছে। কোথায় হারিয়ে যাচ্ছে, খুঁজে পাওয়া যায় না? “ওল্ড ইজ গোল্ড” পুরাতনরাই ভালো অবস্থানে নেই। দেশের সঙ্গীতজগৎও ভালো অবস্থানে নেই। তেমনি চিত্রজগতের একই অবস্থা।

একমাত্র ভরসা চাকিব খান (সাকিব)। এর চেয়ে হিরোর খোঁজে নামা উচিত। ক্লোজআপ-১ শিল্পী বানানোর নামে সাধারণ দর্শকদের যেভাবে ধোকা পড়ছে। তাতে অবাক হওয়ার মতো। এসএমএস করে শিল্পী নির্বাচন।

কী মজার বিষয়! ভাবায় যায় না। এতো শিল্পী বানিয়ে ক্লোজআপ-১ করছে কী? ক্লোজআপ-১’র ডিজিটাল উদ্দেশ্য হচ্ছে, প্রতিটি ঘরে ঘরে সঙ্গীত শিল্পী তৈরি করা। যাতে অন্যের গান-বাজনা শুনতে না হয়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।