আমাদের কথা খুঁজে নিন

   

দাঁড়ান ভাই !! আমাকে নাস্তিক বলার আগে পুরো লেখাটা একবার পড়ুন ............... (পর্বঃ১)

আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই... বিবি খদিজার নামে আমি এই পদ্যটি লিখি: বিসমিল্লাহ কহিব না, শুধু খদিজার নাম নেবো। প্রভু, অনুমতি দাও। গোস্বা করিও না, একবার শুধু তাঁর নামে এ পদ্যখানি লিখিব মাবুদ । নবীজীর নাম? উঁহু, তার নামও নেবোনা মালিক শুধু খদিজার নাম- অপরূপ খদিজার নামে একবার দুনিয়ায় আমি সব নাম ভুলে যাব তোমাকেও ভুলে যাব ভুলে যাব নবীকে আমার। দাঁড়ান !! দাঁড়ান !!! ধর্মানুভূতিতে আঘাত লাগল ? আমার ফাঁসি চান ?? আমি নবীকে অপমান করেছি উপরের কবিতায় ??? একটু অপেক্ষা করুণ ভাই, এই কবিতাটা আমার লেখা না !!! উপরের কবিতা চরনদুটো ফরহাদ মজহারের 'এবাদত নামা' কাব্য গ্রন্থ হতে সংকলন করা হয়েছে।

শুধু তাই না এই স্বঘোষিত নাস্তিক তার "হেফাজতনামা" বইতে পবিত্র ইসলাম ধর্মকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে কটাক্ষ করেছেন তার বইয়ে। সেই ফরহাদ মাজহার যখন হেফাজতে ইসলামের মঞ্চে ওঠে, টিভিতে নাস্তিকদের ফাঁসির দাবিতে বক্তব্য দেয় তখন কেন যেন আমাদের ধর্মীয় অনুভূতি আহত হয় না। এখন অনেকে ঝগড়া করতে আসবে, আহা নাইবা হল সে নাস্তিক, তা বাবা তুমি তা প্রকাশ করলা ক্যান ?? তোমার ফাঁসি চাই ... আরে ভাই থামেন থামেন, এই নাস্তিকের লেখায় ০.১% ও আমি প্রকাশ করি নাই, এইটা ছিল সবচেয়ে ভদ্রটা। কে আলিফ কে কিসের সাথে তুলনা করে আমি দেখাই নাই, কিন্তু ভাই লুঙী যে খুলে গেল আপনার , আচ্ছা ভাই আমার দেশ যখন নাস্তিকদের লেখা গুলো সিরিজ আকারে প্রকাশ করেছিল তখন আপনি কোথায় ছিলেন ? ও দূরে বসে মুড়ি খাচ্ছিলেন বোধয়, তাই না ? তা না হলে তখন বলেন নাই কেন, ধর্মানুভূতি কোথায় ছিল তখন ?? আচ্ছা আমার দেশ কাবার ইমাম দের কে নিয়ে যে নিকৃষ্ট কাজটা করল সেটার কথা ভুলে গেলেন ? কাবার ইমামরা নাকি সাইদীর মুক্তির জন্য মানব বন্ধন করেছে (খাইয়া তো কাম নাই) পরে দেখা গেল এইটা আমার দেশের একটা স্ক্যান্ডাল, এরকম কোন ঘটনাই ঘটে নাই, পুরা মিথ্যা কথা আচ্ছা ভাই তখন আপনার ধর্মানুভূতি কোথায় ছিল ? সম্ভবত পাশের দেশ ভ্রমনে বেরিয়েছিল ।

প্রতিদিন অর্ধপৃষ্ঠা অর্ধনগ্ন নারীর ছবি ছাপিয়ে মাহমদুর রহমান হয় ইসলামের সৈনিক, আর নামাজ পড়ে, হজ্ব করে, রোজা রেখে শুধু রাজাকারদের ফাঁসি চায় বলে শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদ উদ্দিন হন নাস্তিক তার মানে খাড়াইল বিশিষ্ট পীর ফরহাদ মাজার লুঙ্গি অতি উচ্চ স্তরের বুযুর্গ। তাহার সোহবতে ও খেদমতে থাকিয়া মাওলানা মাহমুদুর রহমানের মতো বুযুর্গ লোকও রুহানী ফায়েজ হাসিল করিয়াছেন। আমার দেশ পত্রিকায় তাহার রচনা ও সংকলনসমূহ এই বঙ্গদেশের মুসলিমদের জন্য ফয়েয ও বরকতের আকর স্বরুপ। তথাপি এই আমার দেশ কিনা বন্ধ করিয়া দিয়াছে সরকার? এই নাস্তিক সরকারের নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। বাংলাদেশে দ্বীন ও ইসলামের একমাত্র ইজারাদার মাহমুদুর রহমানের গোপনাঙ্গে যদি একটা ডিম্ব ঢোকে তবে এই জালিম সরকার সমূলে নির্বংশ হবি।

ধর্মানুভূতির এই রাজনৈতিকীকরণের প্রক্রিয়া কি শেষ হবে না ? হেফাজতে জামাতে ইসলাম খুব সুন্দর ভাবে জামাত থেকে আমাদের দৃষ্টি ঘুরিয়ে দেয়ার একটা পরিকল্পনা করে, এবং অনেকটা সফলও হয়, কিন্তু আজকের উদ্যমী তরুণেরা আজও শাহবাগ কে জাগিয়ে রেখেছে। পরিবর্তনের জন্য তো খুব বেশী মানুষ লাগে না, মানুষ থেকে চিন্তাটা বেশী গুরুত্বপূর্ণ। জয় আমাদের হবেই জয় বাংলা, জয় জনতা ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.