আমাদের কথা খুঁজে নিন

   

১৭-১৮ ঘণ্টায় শিখুন কুরানের ৭০% শব্দ

সুরা রহমানে আল্লাহ্‌ (সুবানাহুঅতায়ালা) বলেনঃ "আর-রহমান। আল্লামাল কুরআন। " মানে, আল্লাহ'র করুণা যে তিনি কুরান শিখিয়েছেন। আমরা ধর্মীয় জ্ঞান আর্জন করতে চাই এর ওর কাছে, নানা ইসলামী সাহিত্য পড়ে। অথচ, আল্লাহ্‌ (সুবানাহুঅতায়ালা) কুরানকে অত্যন্ত সহজ করেছেন।

তিনি নেজেই কুরান শিখিয়েছেন। সাধারন একজন বাঙ্গালী হিসেবে আমরা আল্প কিছু দিন (মোটামুটি ৬ মাস) চর্চা করলেই, অর্থ সহ কুরান বুঝতে পরতাম। কারন আমাদের প্রত্যাহিক ব্যবহার করা বাংলা শব্দ কুরানের ৩০-৪০% (precise হিসাব অন্য একটি post এ দিব) বারবার ব্যবহীত শব্দকে কাভার করে। আল কুরানে মোট শব্দ সম্ভার ৭৭৮০০। উদাহরানঃ কিতাবঃ ২৬১ বার আসেছে।

এভাবে রাহিমঃ ১৮২ বার, রাব্বিঃ ৯৭০, আলিম/এলমঃ ১৬২, আজাবঃ ৩২২, আখেরাঃ ১৫৫, দুনিয়াঃ ১১৫, মালঃ ৮৬, কুরানঃ ৭০, ইব্রাহিম, আদম, নূহঃ, মুসা, ইসাঃ ৩৩২ উপরের শব্দ গুলো নিশ্চই আপনি জানেন। কুরান নিয়ে এধরনের গবেষনা করে আসছে Bombay ভিত্তিক Understandquran.com। তারা বংলায়ও কাজ করেছে। বংলা ভাষাভাষী হিসেবে আপনি ১৭-১৮ ঘণ্টা চেষ্টা করলে শিখতে পারেন কুরানের ৭০% শব্দ। সামনে মাহে রমজান।

নিশ্চই নিজের জন্য এতটুকু আপনি করবেন। এখানে ক্লীক করুন। বিস্তারিত জানতে আমাকে Phone দিতে পারেনঃ 01837324125 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৮৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।