আমাদের কথা খুঁজে নিন

   

ভাত দে হারামযাদা, নইলে মানচিত্র খাবোঃ উক্তিটি কতটা যৌক্তিক?

বিশ্বের নিপীরিত মানুষের শত্রু একটাই এবং তদের ধরন একই, এরা রয়েছে অনেক দূরে। এই শত্রুরা রয়েছে যেখানে থেকে পুঁজিবাদী এলিটদের জন্ম, যেখান থেকে এরা সরকার প্রধানদের ব্যাবহার করে তাদের শক্তি প্রেরণ করে, আর ঐ সরকাররা তাদের তাঁবেদারি করে লাভবান হয়। ইনিই সেই রফিক আযাদ, যিনি বলেছিলেন ভাত দে হারামযাদা, নইলে মানচিত্র খাবো! উক্তিটা কি যৌক্তিক ছিলো? আমি জানিনা কারণ সেসময় আমার জন্ম হয়নি কিন্তু কিছু সংগ্রহীত ছবিই বলে দেবে কথাটা কতটা যৌক্তিক। ছবিগুলো আধুনিক সময়ের কোনটা যোট সরকারের আমলে তোলা আবার কোনটা মহাযোটের আমলে তোলা। চুয়াত্তরের তো আছেই।

১। ২। ৩। ৪। ৫।

৬। ২০০৪ সালে গাইবান্ধায় মঙ্গার সময়ের তোলা একটি ধানের ক্ষেতের ছবি। ৭। ৮। ৯।

১০। ১১। ১২। ১৩। ১৪।

১৫। ১৬। দুর্ভিক্ষ ছিলো যে বৃটিশ আমলে তাদের সময়ে তাদেরেই হাতে করা একতা ভারতীয় উপমহাদেশের স্কেচ। ১৭। চুয়াত্তরের দুর্ভিক্ষ নিয়ে বঙ্গবন্ধুর সাক্ষাৎকার।

Click this link বিদেশী এক ওয়েবসাইটে এই নিয়ে চমৎকার এক প্রতিবেদন Click this link পোস্টটির বক্তব্য নিয়ে লেখকের কোন দৃষ্টিভঙ্গি নেই।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।