আমাদের কথা খুঁজে নিন

   

।। সুনীল মুণ্ডা ।।

বাঙলা কবিতা আকাল ও উৎকণ্ঠার দিনে কেবল তোমার মুখটাই মনে পড়ছিলো, সুনীল মুণ্ডা, তোমার ধনুকের দুই প্রান্তে আর কানে গুঁজে রাখা সেই পালকগুলো ঠিক কোন পাখির এমনকি, ওইসব পালকের রঙও আজ আর মনে পড়ে না বিস্মৃতির সমস্ত রঙ কি ধূসর? তোমার ধনুর্বিদ্যার অনন্যতার পাশে বিস্ময় চিহ্নের দণ্ডায়মান শিশু আমি ওভাবেই আমৃত্যু দাঁড়িয়ে থাকতে চেয়েছিলাম কেন বেড়ে ওঠে গল্পগুলো? কেন বিচ্ছিন্নতাই জীবনের অপর নাম? তোমার অব্যর্থ নিশানার শিকার, সেই খরগোশের মত একটা লাঠির আগায় বেঁধে আমাকে তোমার কাঁধে ঝুলিয়ে নিয়ে যাও! আকাল ও উৎকণ্ঠার দিনে কেবল তোমার তীর-ধনুক মনে পড়ছিলো, সুনীল মুণ্ডা, তুমি ফিরে এসো! পুরুলিয়ার মৃদু জঙ্গলে, সেই দুপুর, আজও তিরতির করে কাঁপছে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।