আমাদের কথা খুঁজে নিন

   

যখন বাক্যে দুইটা ক্রিয়াপদ থাকে - নিয়ম# ৪

ঘুম থেকে জেগে দেখি মৃত্যু শিয়রে গুনছে প্রহর...... বাক্যে দুইটা ক্রিয়াপদ থাকলে ইংলিশ ট্রান্সলেশনটা কিভাবে হবে তা নিয়ে আলোচনা চলছে। --------------------- নিয়ম # ১: --------------------- --------------------- নিয়ম # ২: --------------------- --------------------- নিয়ম # ৩: --------------------- --------------------- নিয়ম # ৪: --------------------- কিছু কিছু বাক্য দেখবেন যাদেরকে উপরের কুনু নিয়মেই ফেলতে পারবেন না। মাগার বাক্যে ঠিকই দুইটা ক্রিয়াপদ উপস্থিত। তখন? ১) পরথমে মুল ক্রিয়া পদটারে বাহির করবেন। আমরা Basic English Structure এ শিখছিলাম সাধারনত বাংলা বাক্যের শেষের শব্দটাই হইল ঐ বাক্যের মূল ক্রিয়াপদ।

২) এরপর বাকি ক্রিয়াপদটারে বাহির করবেন। আর ইংলিশ ট্রান্সলেশনের সময় এই ক্রিয়াপদটার base ফর্মের সাথে ing যুক্ত করবেন। verb এর base form কি এইটা নিয়াও আমরা Past Sense এ কতা কইছি। ৩) ইংলিশ ট্রান্সলেশনের সময় এই বাকী ক্রিয়াপদটার placement হবে শেষে। আসেন একটা উদাহরন দেখি।

- আমি ঘরে তাকে ঘুমন্ত পেলাম। দেখেন, ক্রিয়াপদগুলা কি কি? ১) ঘুমন্ত ২) পেলাম তাইলে নিয়ম অনুসরন কইরা মুল ক্রিয়াপদটা হইল "পেলাম" (সাধারন past) বাকী ক্রিয়াপদটা হইল "ঘুমন্ত" - মানে "ঘুম" - sleep। সাথে ing যোগ কইরা হয় sleeping। তাইলে ক্রিয়াপদ অনুযায়ী কাজগুলা সাজাইলে হয় এইরকম: আমি তাকে পেলাম (কি করতে?) ঘরে ঘুমন্ত I found her sleeping in the room আরেকটা উদাহরন দেখেন। - আমি তাকে চুরি করা আম খেতে দেখলাম।

মূল ক্রিয়াপদটা কি? দেখলাম (সাধারন past) আমি তাকে দেখলাম (কি করতে?) চুরি করা আম খেতে I saw her eating stolen mango বাক্যে দুইটি ক্রিয়াপদ। কখনও কখনও to + verb(base form) - এই structure এ ট্রান্সলেট করা হয়। --------------------------------------------------------------------------------- এই ব্লগডা কিন্তু একটা সিকুয়্যেল ব্লগ। আগেরগুলা পইড়া আসা একান্তভাবে কাম্য। আমার ইংলিশ শিখার সিকুয়্যেল ব্লগগুলার লিন্ক পেইজ --------------------------------------------------------------------------------- ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।