আমাদের কথা খুঁজে নিন

   

মোরগ-মুরগী

আমি একটা পাগল প্রত্যেকে প্রত্যহ কম বেশি দেখেছি মোরগ আর মুরগীর মিলন (হঠাৎ হঠাৎ দেখা যায় বিবিধ পাখির বিবিধ পশুর আরো দেখা যায় আধুনিক মানুষের) কিছু দিন পর মুরগী ডিম পারে কক কক কক শব্দরও করে ডিম পারা শেষে তা দিতে বসে তারপর, বেশ কিছু দিন পর ডিম ফুটে বাচ্চা হয় বের সুন্দর, কমল মিষ্টি হাসে মা সাথে নিয়ে ঘুরে বাচ্চা নিয়ে আনন্দে ভাসে বিশেষ আওয়াজ করে আধার খাওয়ায় আদরে মাঝে মাঝে আসে বিপদ হারায় সন্তান, খুব বিষাদ এভাবে যে বেড়ে ওঠে সে আবার মিলনে ছুটে এ থেকে বুঝতে পারি মোরগ-মুরগী আগে, ডিম পরে যা দেখিনি, প্রথম ঝুটি সব কিছু সৃষ্ট, হবে মাটি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।