আমাদের কথা খুঁজে নিন

   

ইউরোপে উচ্চ শিক্ষা নরওয়ে।

পৃথিবীর উত্তর প্রান্তের দেশ নরওয়ে হতে পারে আপনার পছন্দের দেশ উচ্চশিক্ষার জন্য। নয়নাভিরাম শান্তিময় বরফরাজ্যে পড়াশোনার পাশাপাশি অর্জন করতে পারবেন আরও নানান জীবন রাঙানো অভিজ্ঞতা। ব্যচেলর মাস্টার্স পি এইচ ডি লেভেল এ পড়ালেখার সুযোগ রয়েছে এ দেশে। ব্যচেলর লেভেলে অধিকাংশ শিক্ষা প্রতিষ্টানে নওরোজিয়ান ভাষায় পড়ানো হয়। তবে নিম্নোক্ত বিষয়গুলো ইংরজী মাধ্যমে পড়ানো হয়।

ব্যচেলর লেভেলে পড়ার যোগ্যতা কমপক্ষে এইচ এস সি +১বছরের unবিশ্ববিদ্যালয় শিক্ষা। Bachelor's degree in English :: Bachelor in Acting and Sceneography at Østfold University College/Norwegian Theatre Academy :: Bachelor in Biology at University of Nordland :: Bachelor in Business Administration (BBA) at BI Norwegian Business School :: Bachelor in Development Studies at Norwegian University of Life Sciences (UMB) :: Bachelor of Shipping Management at BI Norwegian Business School মাস্টার্স লেভেলে প্রায় 20022২০০ র বেশি বিষয় ইংরেজী মাধ্যমে পড়ানো হয়। সরকারী ভাবে নরওয়েতে পড়াশোনার জন্য কোন টিউশন ফি দিতে হয়না। তাছাড়া প্রাইভেট প্রতিষ্টানে পড়লে টিউশন ফি দিতে হয়। ভাষা চলাফেরার জন্য অবশ্যই নওরোজিয়ান ভাষা জানতে হবে।

ডেনমার্ক ও সুইডেনের ভাষার সাথে যথেষ্ট মিল রয়েছে। তাই ভাষা শিখলে এই তিন দেশে চলতে কোন সমস্যা হবেনা। কাজ কমবেশি সপ্তাহে ২০ ঘন্টা কাজের সুযোগ পাবেন। ভ্যকেশন এ ফুলটাইম কাজ করতে পারবেন। ভিসা আবেদন প্রক্রিয়া ও পদ্ধতি ।

[/sb 1,An application form for student residence with a passport photograph. 2,A copy of your passport. 3,Documentation of admission 4,The course/programme must be full-time . 5,A plan of study. This gives details of the study program. 6,Documentation of housing. 7,Deposits in a Norwegian bank.Self-financing students must document that they possess a minimum of NOK 80,000 (approx EUR 10,000) per academic year.  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.