আমাদের কথা খুঁজে নিন

   

।। লোকে জানবে জাদুবাস্তবতা ।।

বাঙলা কবিতা ।। লোকে জানবে জাদুবাস্তবতা ।। -------- বৃষ্টি নেই, তবুও বাতাসে মাৎস্যগন্ধ ভুর ভুর, তবু রাত্রি কেন ভেসে যায়__ এ-শুধু তোমার অনুদৃশ্য-ভাষা, তুমি বুঝবে, অনাথ-আনন্দে কেন আসমানে আগুন লেপ্টে যায়; আর জমে কাদা-কাদা মেঘ, হরিণীরা নৃত্য করে রবীন্দ্র-সংগীতে। এই যুদ্ধরাতে যারা গান গায় তাদের শরীর দোলে, ফুটে ওঠে ঠোঁটের ভঙ্গিমা; কোনও স্বর-সুর তো ফোটে না! এ-শুধু তোমার অনুদৃশ্য-ভাষা, তুমি বুঝবে, কান্না কতো নৈঃশব্দ্য খোঁজে সংগীত দুবোর্ধ্য হলে, তুমি তার একমাত্র মানে! তুমি বুঝবে, সুন্দর পালকে ঢাকা সুস্বাদু মাংসের খনি নিরাপদ নয়, তুমি বুঝবে, আততায়ী নিজেও মানুষ তবু কতোটা নিষ্ঠুর হতে জানে। মৃত্যু নেই, তবু যে আমার দেহ গ'লে-ওঠা শব, সমস্ত ভূগোলজোড়া শকুনেরা টের পেয়ে গেছে! এর মর্মধাঁধা তুমি, তুমি শুধু বুঝবে এর মানে__ লোকে জানবে, জাদুবাস্তবতা। --------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।