আমাদের কথা খুঁজে নিন

   

কয়েকটি ধাঁধা। দেখুন..........তো পারেন কিনা! পর্ব-১৮ (একটু কঠিন হয়ে গেল কি?)

ধাঁধা-১৮১ তিন অক্ষরে নাম সকলেরই আছে, প্রথম অক্ষর বাদ দিলে ভরা গাছে গাছে। শেষের অক্ষর কেটে দিলে ঘোরে শতকোটি, এইবার ভাবুন দেখি কোন জিনিস এটি? ধাঁধা-১৮২ ইংরেজী সংখ্যার 9কে 6করতে যদি জানেন, ইংরেজী শব্দের NINE কে SIX করে দেখান। ধাঁধা-১৮৩ তিন অক্ষর আগেভাগে বলা যাক, এই পড়ে এই উঠে ঠিকঠাক। লেজ কাটলেই হবে সময়ের ভাগ ধাঁধা-১৮৪ তিন অক্ষরে নাম সবার ঘরে থাকি, শেষ বর্ণ বাদ দিলে চা-পানে লাগি। প্রথম গেলেই গুরুবাক্যে থর থর কাঁপি। ধাঁধা-১৮৫ তিন অক্ষরে আসে নিকটাত্মীয় হয়, শেষ অক্ষর কাটলেও একই পরিচয়। মধ্যাক্ষর কাটো যদি পাবে তাঁর ভাই, আদ্যাক্ষর কেটে দিলে অসীমে সে নাই। আগের পর্ব

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।