আমাদের কথা খুঁজে নিন

   

মৃত্যুবরণ করলেন দেলোয়ার হোসেন সাইদী।শহীদদের আত্মা শান্তি পেল কিছুটা।সমব্যাদনা মৃতের পরিবারকে।

শোনা যাচ্ছিল ব্লগে যে দেলায়ার হোসেন সাইদী মারা গিয়েছেন একটু আগে সিউর হলাম । একজন রাজাকার এবং যুদ্ধ অপরাধীর মৃত্যুর মাঝে দিয়ে যেমন অনেক শহীদের পরিবারের সাথে যেমন আজ আমরা আনন্দিত তেমনি একজন মুসলমানের মৃত্যুতে একজন মুসলমান হিসেবে আমাদের সকলের বলা উচিত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হির রাজিউন দেলোয়ার হোসেন সাইদী নামক এক মুসলমানের মৃত্যবরণ : অবশ্যই মরহুমের শোকসন্তত পরিবারের সাথে সমব্যাদনা জানাচ্ছি , তারা আল্লাহর দয়ায় এই শোক কাটিয়ে উঠবেন শিগ্রই সেই দুয়াই করছি । দেলোয়ার হোসেন সাইদী নামক জগতখ্যাত রাজাকারের মৃত্যুবরণ : আজ হয়ত তার পরিবার উপলব্ধি করতে পারছে যে প্রিয়জন হারানোর ব্যাদনা কি এবং কেমন লাগে সেই হারানো ব্যাদনার ভার বয়ে চলা, যদিও তার মৃত্যুটি সাভাবিক, কোনো খুন বা হত্যা নয়। কি পরিমান কষ্ঠের মাঝে এই চল্লিশটি বছর শহীদদের পরিবার তাদের চোখের সামনে তাদের পরিজনদের হত্যাকারীকে দেখে সয্য করছে । আজকে যদিও তার মৃত্যু সংবাদ ওই পরিবারগুলুর কাছে এতটুকু শান্তি বার্তা নিয়ে আসবে যে ওই ব্যক্তির মুখ আর দেখত হবে না যেই ব্যক্তিটি তাদের প্রিয়জন হত্যা করেছে । মানুষের মৃত্যুর সাথে মানুষের পাপ পুণ্য , ভালো মন্দ নিয়ে মানুষ কবরে যায় কিন্তু আজ এমন একজনের মৃত্যু হলো যার মৃত্যুই যথেষ্ঠ নয় পাপ-পুণ্য মোচনে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.