আমাদের কথা খুঁজে নিন

   

যেই আমি সেই আমিই

রংঙের দুনিয়া আর চাইনা,, আমি শুধু আজীবন নেট চালাইয়া গেলাম, নেট সার্ফ করতে গেলি দেখি কতই জনই কত ‍কিছু করল, কত সুনাম, খ্যাতি লইয়া দেশ বিদেশে নাম কুড়াইয়া বেড়াইল, বেড়াচ্ছে কিন্তু আমি??? একই রকম রয়ে গেলাম,, নাই কোন যশ, নাই কোন খ্যাতি. যখন নিজের দিকে তাকাই দেখি স্থান পরিবর্তন হয়েছে মাত্র কিন্তু যেই আমি সেই আমিই ,, আজ ও সেই নেট সার্ফিং করেই দিনাতিপাত করছি... তবুও বাংলার ও বাঙ্গালী ভাই-বোনদের সুনাম, খ্যাতি দেখে ও শুনে নিজেকে কিছুটা গর্বিত ভাবি, ভাবতে চাই ,, আমি না হই আমার দেশের ভাই বোনেরা তো কিছু করছে। সবার প্রতি শুভ কামনা রইল।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।