আমাদের কথা খুঁজে নিন

   

পাঁচ ফুল :::: ( পাঁচটি অণুকবিতা)

সামুর কাছে চির কৃতজ্ঞ ...আমি অবাক নির্বাক হতবাক শতভাগ ... ১। ফুল পাহাড়ের গভীর নিরবতা সংশয়ের নিবিড় কুয়াশা আর সাদা কালো মেঘেদের ভীড়ে ঢাকা পড়েছে আবেগের তীব্রতা খাঁজে খাঁজে জমা পড়েছে হতাশা। ২। মন্দের মাঝে বিলীন মন্দের মাঝে বিলীন হবো নাকি আড়াল করবো মন্দেরে? অকারনে মন্দ বাসা বাধে মনে দিনে দিনে ঘনীভূত হয় মন্দের ঘনত্ব নিন্দার কষাঘাতে নির্জীব মনন এখন। ৩।

কখনো অভিযোগ করিনি কখনো সংশয়ে পড়িনি কখনো অবিশ্বাসে ভাসিনি তবু হাজারো অভিযোগ আর শংসয়ে ডুবে গেছে বিশ্বাসের ভেলা। ৪। অনুভবের গভীরে তোমাকে মিলাতে স্ফুটিকের মতো স্বচ্ছ আবেগে বিষাক্ত সবাক ঠোঁটের চুম্বনে প্রতারিত হয়েছে স্বপ্নীল প্রেম চুর্নবিচূর্ন আজ আবেগের ডানা। ৫। অস্ফুট পদ্মের মতো রুপসী নিখুঁত নির্মলা জোসনাস্নাত রাতে চাঁদের পিঠে হেলান দিয়ে হয়ে উঠি আমি রক্ত করবী।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।