আমাদের কথা খুঁজে নিন

   

নববর্ষে বাবার মুখ

শাফিক আফতাব---------- (নববর্ষে বাবার মুখ মনে হলো) তোমরা উৎসব করছো, আর আমি বিষন্ন মনে বাবার মুখে মুখ রেখেছি, নববর্ষ এলে বাবাকে মনে হয়, বিশেষত বোশেখের সাজ, রঙে, চিত্রপটে, পরিচ্ছেদে, ইলিশ আর পান্তার ঘ্রাণে। আজ বাবা নেই। বোশেখের আনন্দ আমার পানসে লাগছে। কেনো না বোশেখের এই উৎসব আর বাঙালিপনার ঐতিহ্য বাবার রক্তনির্যাসস্নাত। বাবাহীন বোশেখ আমার আজ বিবর্ণ, পানসে, শ্রীহীন। তবু সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা। বাবার জন্য চাই শুভ কামনা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।