আমাদের কথা খুঁজে নিন

   

যারা দিন রাত নিজের দেশকে গালি দিতে পছন্দ করেন, তাদের জন্য....

মানুষের মনে আজ বাসা বেধেছে হিংসা আর ঘৃণা... মানবতা আজ ফেরারী... দিকে দিকে আজ শয়তানের উল্লাস নৃত্য...... এ প্রসঙ্গে আমার "জীবন থেকে নেয়া" ছায়াছবির একটি বক্তব্য খুব প্রিয়। আপনাদের অনেকের হয়ত মনে আছে। "জীবন থেকে নেয়া" কিন্তু আমার অন্যতম প্রিয় ছায়াছবি। আনোয়ার হোসেনের মুখের সেই বক্তব্যটা ছিল নিম্নরুপ, "কি পেয়েছি আর কি দিয়েছি, তার হিসেব করে তো আর দেশকে ভালবাসা যায় না, দেশেকে ভালবাসতে হয় নিঃসবার্থ ভাবে" আমার যখন দেশকে নিয়ে খুব হতাশ লাগে, তখন এই লাইন গুলি মনে করি, আর সাথে সাথেই মনের কষ্ট গুলি দূর হয়ে যায়। শুধুই মনে হয়, আমাকে আমার দেশের জন্য কিছু করতে হবে। যার যার জায়গা থেকে ছোট ছোট ভাল কাজ করলে, আমাদের এই দেশটা একদিন অনেক এগুতে পারবে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।