আমাদের কথা খুঁজে নিন

   

আসুন জেনে নেই বাংলা বারো মাসের নামকরণ কিভাবে হলো

বঙ্গাব্দের বারো মাসের নামকরণ করা হযেছে নক্ষত্রমন্ডলে চন্দ্রের আবর্তনে বিশেষ তারার অবস্থানের উপর ভিত্তি করে । এই নাম সমূহ গৃহীত হয়েছে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক প্রাচীন গ্রন্থ "সূর্যসিদ্ধান্ত" থেকে।বাংলা মাসের এই নামগুলি হচ্ছে - বৈশাখ - বিশাখা নক্ষত্রের নাম অনুসারে জ্যৈষ্ঠ - জ্যেষ্ঠা নক্ষত্রের নাম অনুসারে আষাঢ় - উত্তর ও পূর্ব আষাঢ়া নক্ষত্রের নাম অনুসারে শ্রাবণ - শ্রবণা নক্ষত্রের নাম অনুসারে ভাদ্র -উত্তর ও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের নাম অনুসারে আশ্বিন - অশ্বিনী নক্ষত্রের নাম অনুসারে কার্তিক - কৃত্তিকা নক্ষত্রের নাম অনুসারে অগ্রহায়ণ(মার্গশীর্ষ) - মৃগশিরা নক্ষত্রের নাম অনুসারে পৌষ - পুষ্যা নক্ষত্রের নাম অনুসারে মাঘ - মঘা নক্ষত্রের নাম অনুসারে ফাল্গুন - উত্তর ও পূর্ব ফাল্গুনী নক্ষত্রের নাম অনুসারে চৈত্র - চিত্রা নক্ষত্রের নাম অনুসারে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.