আমাদের কথা খুঁজে নিন

   

সাকিববিহীন দলটিকে বাংলাদেশ জাতীয় দল বলতে পারছি না কি বলেন আপনারা : যেকোন ফলাফলের জন্য প্রস্তুত থাকুন

বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান । এটি যে শুধু গানের কথাতেই সীমাবদ্ধ তা নয় তিনি আসলেই বাংলাদেশ ক্রিকেট দলের প্রাণ সরূপ । এটা বহুবার প্রমান করেছেন এবং এই কিছুদিনের মধ্যে সেটা আবার প্রমান হবে । এতদিন মাঠে থেকে তা প্রমান করেছেন এবং মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় এই বার নেগেটিভ ওয়েতে আবারও প্রমানিত হবে জিম্বাবুয়ের মাঠে । কেননা এইবার তিনি খেলছেন না।

সাকিব টানা আন্তর্জাতিক ম্যাচ খেলার কারণে বিশ্রাম নিতে চেয়েছেন আর সেই জন্য সাকিব ছাড়া আধা শক্তির একটি দোল নিয়ে বাংলাদেশ জিম্বাবুয়ে গেছে তরী দেশীয় টুর্নামেন্ট খেলতে যেখানে আরেক দল হিসেবে থাকছে দক্ষিন আফ্রিকা । ইতিমধ্যে সাকিবের অনুপস্থিতি পরিস্কার বাংলাদেশ তার প্রস্তুতি ম্যাচে হেরেছে শোচনীয় ভাবে এবং হারাটা যথার্থই । কিন্তু কথা হলো তারা হেরেছে দিতীয় সারির দলের সাথে তাও আবার জিম্বাবুয়ের । তো ভাই কথা হলো সাকিব ছাড়া আমি এই দলটিকে আন্তর্জাতিক দলের মানেই ফেলতে পারছি না এবং সত্যি কথা কি এই টুর্নামেন্ট এ মান সম্মান তা বাঁচিয়ে অন্তত জিম্বাবুয়ের সাথে ফাইট দিতে পারলেই আমি খুশি আর দক্ষিন আফ্রিকাকে আমি এই মুহুর্তে হিসেবে আনতে চাচ্ছি না তাহলে আলোচনাই আর সম্ভব নয় । তো আপনারা আর যাই বলেন এই সিরিজেই বুঝা যাবে আসলে ক্রিকেট তা সাকিবই খেলে আর বাকিরা যে কুতকুত খেলে ।

এখন হয়ত অনেকে বলবেন এটা তাহলে কেমন টিম যে টিমে এগারজন খেলে না এক জন খেলে । আপনার ধারণা তা আসলে ভুল একটা সময় ছিল শচীন খেলেত ভারত জিতে নাহলে তাদেরকে খুজেও পাওয়া যায় না আর দেখুন আজকে সেই শচিনকেই অনেক ফাইট করে দলে থাকতে হচ্ছে । এরকমই হয় একজন প্লেয়ার এর হাত ধরেই এগিয়ে যায় একটি দল । যাই হোক পোস্ট এর যেই মূল উদ্ধেস্য ছিল তা হলো আপনাদের কে আশু দুর্ঘটনার আগাম পুর্ভাবাস দেয়া । প্লিজ কেও বাংলাদেশ কোনো দুর্ঘটনা ঘটালে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কেননা মনে রাখবেন ধরে নিতে হবে আমরা সেখানে আমাদের জাতীয় দল পাঠায়নি পাঠিয়েছি বাংলাদেশ একাডেমি বা বি দল ।

পরিশেষে অনেক দুয়া এবং শুভ কামনা রইলো দলটির জন্য। বাঘের মত খেল ভয় করো না আমরা তোমাদের কাছে অনৈতিক দাবি করব না । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।