আমাদের কথা খুঁজে নিন

   

আজ পবিত্র শবে মিরাজ

আজ পবিত্র শবে মিরাজ। মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর জীবনের অন্যতম তাত্পর্যপূর্ণ দিন। এই দিনেই বিশ্বনবী মহান আল্লাহর সান্নিধ্য লাভ করেছিলেন। আল্লাহর সঙ্গে দেখা করে মহানবী (সা.) পাঁচ ওয়াক্ত নামাজের আদেশসহ বিভিন্ন ইসলামি বিধি-বিধান পৃথিবীতে নিয়ে আসেন। পবিত্র কোরআনে এ সম্পর্কে আলোকপাত করা হয়েছে।

সারা বিশ্বের মতো বাংলাদেশের মুসলমানরাও আজ রাতে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করবেন শবে মিরাজ। এ উপলক্ষে মসজিদে মসজিদে বিশেষ আলোচনা, দোয়া ও ইবাদত-বন্দেগির আয়োজন করা হয়েছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে এই মহিমান্বিত রজনি। ‘মিরাজ’ শব্দের অর্থ ঊর্ধ্বগমন। মহানবী হজরত মুহাম্মদ (সা.) এই রাতেই আল্লাহ-প্রদত্ত বাহনে চড়ে ঊর্ধ্বে গমন করে আল্লাহ-রাব্বুল আলামিনের সান্নিধ্য পেয়েছিলেন।

এই সফরে সপ্তম আসমান পর্যন্ত মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সঙ্গে ছিলেন জিবরাইল (আ.)। সপ্তম আসমানের পর রাসুল (সা.) ফেরেশতা জিবরাইল (আ.)-কে রেখে আল্লাহ প্রদত্ত আরও একটি বাহনে চড়ে আল্লাহর সঙ্গে দেখা করতে যান। আল্লাহর সঙ্গে মহানবীর অনেক কথা-বার্তা হয়। মিরাজে গমনের পথে মহানবী (সা.)-এর সঙ্গে অনেক পূর্ববর্তী নবী-রাসুলের সাক্ষাত্ হয়েছিল। বায়তুল মোকাদ্দেসে হজরত মুহাম্মদ (সা.)-এর ইমামতিতে নামাজ আদায় করেছিলেন অন্যসব নবী-রাসুল।

মহানবী হজরত মুহাম্মদ (সা.) মিরাজ থেকে ফিরে হজরত আবু বকর (রা.)-কে এই ঘটনা সম্পর্কে বলেছিলেন। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।