আমাদের কথা খুঁজে নিন

   

মেয়ে বিষয়ক যত - (বিঃ দ্রঃ ইহা একটি লুলিয় ......)

আউলা মাথার বাউলা পোলা। কিছু প্রস্তাবনাঃ মেয়েদের টি-শার্ট এ এমন কিছু লেখা যেতে পারেঃ * আপনার যদি এতই সাহস থাকে তো এখানে টাচ করুন। * লুকিং ( looking) ফ্রি , টাচিং ( touching ) ব্যয়বহুল। *এখন আরো মজাদার আর সাস্থ্যবান। *ইউজ করার আগে ভালোভাবে ঝাকিয়ে নিন।

*দক্ষ দের দ্বারা পরিক্ষণীয়। *আমার মুখ আরেকটু উপরে, এখানে কি দেখেন? * আপনি কি শুধু এই লেখাটা পড়তেই এখানে তাকিয়েছেন? * এটা ছেলেদের ধ্বংসের অস্ত্র। যা মনে রাখা জরুরিঃ মহিলারা ঠিক কম্পিউটার virus এর মত। তারা জীবনে ENTER করে। আপনার পকেট SEARCH করে।

তারপর আপনার বালেন্স (টাকা পয়সা) SHIFT করে দেয়। আপনার জীবন CONTROL করে। যখন আপনি বুড়া হয়ে যান, আপনাকে DELET করে দেয়। এই জ্ঞান জীবনে অনেক কাজে লাগবে। মেয়েরা সাধারনত ৭ ধরনের হয়ঃ ১.HARD DISK মেয়েঃ সব কিছু মনে রাখে।

২.RAM মেয়েঃ দূরে সরে গেলেই ভুলে যায়। ৩.SCREEN SAVER মেয়েঃ শুধুমাত্র দেখার জন্য। ৪.INTERNET মেয়েঃ লাইন করা বা অ্যাকসেস পাওয়া কঠিন। ৫.SERVER মেয়েঃ যখনি দরকার তখনি ব্যাস্ত। ৬.6MULTIMEDIA মেয়েঃ সবকিছুকেই সুন্দর ভাবে উপস্থাপন করতে পারে।

৭.VIRUS মেয়েঃ এদের সাধারনত 'WIFE' বলা হয় , এরা একবার জীবনে আসলে format মারার পরও আর দূর হয়না। তবে ইহাদের বুদ্ধিমত্তা লইয়া এখনও কিছুই বলা হয় নাই। এইটি মনোযোগ সহকারে পড়ুনঃ এক অশিক্ষিত বউ তার স্বামীর কাছে চিঠি লিখছে। তার দাড়ি বা কমা সর্ম্পকে কোন ধারনা নাই। চিঠিটি নিম্মরূপ: প্রিয় স্বামী, ওগো সারাটি জীবন শুধু বিদেশেই কাটাইলে।

এই ছিল তোমার কপালে আমার পা। আরো ফুলিয়া উঠিয়ছে উঠোন টা। জলে ডুবিয়া গিয়াছে ছোট খোকা। স্কুলে যাইতে চায় না ছাগলটা। শুধু ঘাস খেয়ে ঝিমাইতেছে তোমার বাবা।

পেটের অসুখে ভুগিতেছে বাগান টা। আমে ভরিয়া গিয়াছে ঘরের ছাদ। স্থানে স্থানে ফুটা হইয়া গিয়ছে গাভীর পেট। দেখলেই মনে হয় বাচ্চা দিবে করিমের বাবা। রোজ আধা সের দুধ দেয় বড়বউ।

রান্না করতে গিয় হাত পুড়াইয়া ফেলাইছে ছেলেটি। দাড়ি কাটতে গিয়া গাল কাটিয়া ফেলাইছে নুরির মা। প্রসববেদনায় ছটফট করিতেছে নুরির বাপ। বার বার ফিট হইয়া যাইতেছে, এবং তুমি এমতবস্থায় অবশ্যই বাড়িতে আসিবে না। আসিলে অত্যন্ত দু:খিত হইব।

ইতি তোমার "গিন্নী" ------------------------------------- বহুত বলিয়া ফেলিয়াছি। আর বেশি বলিলে আপুদের মাইর একটাও মাটিতে পড়িবে না। তাই আজিকে এইখানেই থামিলাম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।