আমাদের কথা খুঁজে নিন

   

ইরান-মিশর এক হলে ইসরাইলের পতনে যুদ্ধের দরকার হবে না : আহমাদিনেজাদ

ইরানের প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, তার দেশের সঙ্গে মিশরের সম্পর্ক শক্তিশালী হলে এ অঞ্চল নিয়ে ইহুদিবাদী ইসরাইল ও বিশ্বের বলদর্পী শক্তিগুলোর ষড়যন্ত্র নস্যাত করার পথ সহজ হবে। তিনি বলেছেন, "যদি ইরান ও মিশর একসঙ্গে দাঁড়ায় তাহলে এ অঞ্চল থেকে ইহুদিবাদী ইসরাইল এবং বলদর্পী শক্তিগুলোর মূলোতপাটনে কোনো যুদ্ধের প্রয়োজন হবে না। ইরান ও মিশরের ঐক্যের খবরে ভীরু ইসরাইল নিজেই এ অঞ্চল থেকে দৌড়ে পালাবে। " মিশর বিপ্লবে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে রাজধানী তেহরানে এক সাক্ষাত অনুষ্ঠানে ড. আহমাদিনেজাদ এসব কথা বলেছেন। গত বছরের ১১ ফেব্রুয়ারি সংঘটিত ওই বিপ্লবের মুখে সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের পতন ঘটে।

প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বলেন, "ইহুদিবাদী ইসরাইল ঘোষণা করেছে যে, তারা ফিলিস্তিনের ভূখণ্ড দখল করেই ক্ষান্ত থাকবে না বরং তারা এ অঞ্চলের অন্য দেশের ওপরও নজর দিচ্ছে। কিন্তু, এ অঞ্চলের মুসলিম দেশগুলো যদি একসঙ্গে ঘুরে দাঁড়ায় তাহলে ইহুদিবাদী এ শক্তিকে বহিষ্কারের জন্য কোনো যুদ্ধের দরকার হবে না। " তিনি জোর দিয়ে বলেন, এ অঞ্চল থেকে ইহুদিবাদী ইসরাইল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের আধিপত্যের অবসান ঘটাতে পারলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। মিশরের জনগণকে সে দেশের বিপ্লবের পথিকৃত বলে অভিহিত করে মাহমুদ আহমাদিনেজাদ বলেন, ইরানি জাতি মিশরের জনগণকে শেষ পর্যন্ত সমর্থন দিয়ে যাবে এবং লক্ষ্য অর্জনের জন্য তাদের পাশেই থাকবে। তিনি আরো বলেন, মিশরের জনগণকে স্বাধীন-সার্বভৌম জাতি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যেসব উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা দরকার ইরানি জাতি তার সব ক্ষেত্রেই সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

# ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।