আমাদের কথা খুঁজে নিন

   

চাই গণমাধ্যমের স্বাধীনতা, চাই সাংবাদিকের নিরাপত্তা

হয়তো আমি একাই... গতকাল ছিল সাগর-রুনি'র শিশুপুত্র মেঘের জন্মদিন; এই শিশু একদিন বড় হবে; বুঝবে সাংবাদিকের নিরাপত্তা দিতে পারে না আমাদের গণতন্ত্র। আমরা কি আজকের শিশুদের আগামী দিনের একজন দক্ষ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিক হওয়ার জন্য সেই মসৃন পথটা দিতে পারছি? না পারছি না। "যশোরে সত্য প্রকাশ করতে যেয়ে সাংবাদিক খুন", " পুলিশি নির্যাতনের শিকার এনটিভির সিনিয়র ক্যামেরা সাংবাদিক", পুলিশের মিস-ফায়ার (!!!) এর শিকার দৈনিক আজকালের সাংবাদিক" ... এরপর যে আমি কিংবা আপনি, কিংবা দেশের অন্য কোন সাধারন মানুষ এই নির্যাতনের শিকার হবে না তার নিশ্চয়তা কি? এভাবেই চলছে; এভাবেই চলবে... আমি বলবো না। এভাবে চলতে দেয়া যাবে না। একজন মানুষ যখন সাংবাদিকতায় যুক্ত হয় কিংবা সাংবাদিকতায় পড়তে আসেন তখন সে শুধুই অর্থ লাভের উদ্দেশ্য নিয়ে আসে না। পরিচিতির কথা বলছেন, যেখানে জীবনের নিরাপত্তা নাই; সেখানে পরিচিতি দিয়ে কি হবে?! রক্তাক্ত বুম নয় চাই কর্মক্ষেত্রে নিরাপত্তা; পুলিশি নির্যাতন নয় চাই মতামত প্রকাশের স্বাধীনতা। একটা ভ্রমের মধ্যে থাকতে আমরা পছন্দ করি- "আমরা ভাল আছি"। এই নিরাপত্তাহীন জীবনকে ভাল থাকা কিভাবে বলেন? "রামরাজ্য" চাচ্ছি না; বিশুদ্ধ গণতান্ত্রিক সমাজব্যবস্থা চাচ্ছি যেখানে প্রতিটি নাগরিকের নিরাপত্তা থাকবে। এটা আমাদের অধিকার। Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।