আমাদের কথা খুঁজে নিন

   

ওরে তোরা রোহিঙ্গা ফেলে দেশে আয় ,হারাইয়া যাইতে বসছে দেশের কিছু HOT n SPICY টপিক : সৃতিচারণ প্রয়োজন

প্রিয় ভাই ও বোনেদের খুবই আবেগঘন আলোচনায় ব্লগ এহন সরগরম "সিদ্ধ ডিমের মতন" । কিন্তু আলোচনার বিষয়বস্তু কিন্তু একটিই রোহিঙ্গা , মোটামোটি আশি ভাগ পোস্ট ওই বিষয়েই । পক্ষে - বিপক্ষে , অরিজিনাল এবং মাল্টি নিকের মাধ্যমে পক্ষে বিপক্ষে শত শত পোস্ট কিন্তু ওই পোস্ট গুলার মাঝে আমরা হারিয়ে ফেলেছি আমাদের উত্তপ্ত আলোচিত কিছু বিষয় যা এখনো পরিসমাপ্তি হয় নি আসুন নিচে একটি একটি করে সৃতিচারণ করি । সাগর- রুনি হত্যাকান্ড : বছরের সবচেয়ে আলোচিত হত্যাকান্ড যা নাড়া দিয়েছিল সবাইকে । কি জঘন্ন হত্যাকান্ড ছিল সেটা কেও কি মনে করতে পারছেন তা ? হয়ত ভুলে গেছেন রোহিঙ্গা মা,শিশু এবং কাটা মৃত শরির দেখে যাই হোক ওই রক্ত কিন্তু সাগর - রুনির গায়ের আঘত মনে করিয়ে দেয় সুতরাং ভুলে যাবেননা . বিচার কিন্তু এগুয় নেই ভাইসব ।

সাগর-রুনির মরদেহ কবর থেকে তদন্ত করার জন্য লাশ উঠানো : তদন্তে পুলিশ ব্যর্থ ডিবি ব্যর্থ দায়িত্ব পড়ল RAB এর উপর সুতরাং তাদের দরকার নতুন পোস্ট মর্টেম তাই উঠানো হলো লাশ কিন্তু কোথায় অগ্রগতি ? কেউ কি শুনেছেন বস্তুত কোনো কাজের কাজ কিছু আই ওয়াশ গ্রেফতার ছাড়া ? ইলিয়াস গুম : না কই ইলিয়াস ? কে সে এতদিনে হয়ত সেটাও ভুলে গেছে মানুষ । কি সেই প্রতিশ্রুতি গুলু তাকে ফিরিয়ে আমার ? কোথায় আজ বিরোধী দলের নেতারা যারা আন্দোলন সংগ্রামের নেতারা ? আর কোথায় সরকারের মন্ত্রী আর আইনরক্ষা বাহিনী ? দাদার কীর্তি : দুষ্ট লোকেরা বলে সুরঞ্জিত দাদার নামে যেই কালো বিরল ধরা পরেছিল সেটা সাদা করতেই ছিল ইলিয়াস আলীর গুম । কিন্তু যাই হোক এমন একটি ইস্স্যু কিন্তু মিনাগ্সা হয়ে গেছে কিন্তু সেটা কিভাবে করা হয়েছে তাও সবার জানা । রাজ সাক্ষী ড্রাইভার ছাড়াই মামলার রায় দিয়ে দেয়া হয়েছে এবং দাদা ফিরে এসেছেন আমাদের মাঝে তবে তিনি মন্ত্রী হিসেবে আছে কিন্তু কোনো দপ্তর দেয়া যাচ্ছেনা সঙ্গত কারণেই। সাংবাদিক পেটানো এবং শিক্ষক পেটানো : বেদম হারে পেটানো হলো সাহাবাগে শিক্ষকদের আহ কি সেই দৃশ্য জাতির বিবেক পুলিশের পায়ের নিচে ।

কি চেয়েছিলেন তারা চাকুরীর নিশ্চয়তা , বেতন বৃদ্ধি এইত নাকি ? যাক প্রধানমন্ত্রীর তাদেরকে বলেছেন তাদের দাবি মানা হবে এবং যতটুকু জানি কিছুতা উন্নতি আছে এই ক্ষেত্রে । আহ পুলিশ থেকে নিরদ দুরেত্তে অবস্থান করুন কাছে আসলেই গদাম বাশ খাবেন । মনে হচ্ছে এই প্রক্রিয়ায় কিছুটা সফল হয়েছেন সাংবাদিকরা এখন তেমন সাংবাদিকদের মারপিটের কথা কানে আসছে না । যাক ভালো ঠাকুক সাংবাদিকরা এটাই আমাদের কাম্য । ' শেয়ার মার্কেট ট্রাজেডি : প্রায় ত্রিস লাখ মানুষের সাথে সম্পর্কিত দুই কোটি মানুষের ভাগ্য নির্ভর করে এই শেয়ার বাজারে ।

কিন্তু প্রায় কত মানুষ যে রাস্তায় বসেছে গত বছর থেকে আজ পর্যন্ত এমনকি এই ভেলকি প্রতি সপ্তাহে দেখাচ্ছে এখনো . দুইশ একশ সূচক পরছে প্রতিদিনই । কোথায় সূচক ছিল পাচ হাজার আজকে সেই সূচক তিন হাজারের ঘরে কোনো অগ্রগতি নেই বললেই চলে । অবস্য এখন এই ব্যাপারে প্রতিবাদ করা আমরা ভুলেই গেছি কেননা অভ্যস্থ হয়ে গিয়েছি যে । পরিশেষে বলব এই ঘটনা গুলু আমাদের রাষ্ট্রীয় ইমেজের সাথে সম্পৃক্ত এগুলুর সমাধানে আশু উদ্ধোগ নিতে হবে হবে সমাধান করতে হবে । এবং ব্লগার ভাইদের বলব কোনো বিষয় সহজে ভোলা যাবে না সাংবাদিক, মিডিয়া হয়তো ভুলে যায় তাদের ফায়দার পর কিন্তু আমরা ভুলে গেলে চলবে না যদি কোনো বিষয় বাদ গিয়ে থাকে অবশ্যই তা মনে করিয়ে দিবেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।