আমাদের কথা খুঁজে নিন

   

এক তাহসিনের জীবন কাহিনি .....।

তাহসিনের বয়স ৬ বছর তখন থেকে দেখছে ওর মা বছরে দুইবার দেশে যাবার জন্য ওর বাবার সাথে বায়না ধরে। যদি বাবা না করে, টাকার অসুবিধা দেখায় তখন মা রাগ-ঝগড়া শুরু করে। ৬বছর বয়সে প্রথমবার তাহসিন আর ওর মা-বাবা এক সাথে বাংলাদেশে গিয়েছিল। এরপর থেকে বাবা টাকা দিয়ে ম্যানেজ করতে পারছিলনা। তাই বাবাকে ছাড়া তাহসিন মা’র সাথে বছরে দু’বার দেশে যাচ্ছে।

যখন তাহসিনের বয়স ৯, ১০ বছর। ২ সপ্তাহ হয় ওরা দেশ থেকে এসেছে। শনিবার সকালে স্কুল নেই; বাবা-মা’র ঝগড়া শুনে ঘুম ভাঙ্গে। বিছানায় শুয়ে শুয়ে তাহসিন ভাবছে কি হলো? মা কি আবার দেশে যাবার জন্য বায়না ধরেছে? কিন্তু আমরাতো দেশ থেকে মাত্র এলাম। বিছানা ছেড়ে তাহসিন নিচে গেল মা বাবার সামনে।

জানার জন্য কি হল? কি নিয়ে এত রাগ-ঝগড়া সকাল সকাল। তাহসিন- বাবা কি হলো তোমাদের? আজ আবার ঝগড়া কেন? মা- তাহসিন তুমি তোমার রুমে যাও। বাবা- না তাহসিন তুমি যাবেনা। তুমিও শুনো তোমার মা কি বলছে। তাহসিন- মা, বাবা কি হয়ছে প্লিজ আমি জানতে চাই।

বাবা- তোমার মাকে জিজ্ঞেস কর কি হয়ছে। তাহসিন- মা প্লিজ বল কি হয়ছে? কি নিয়ে তোমাদের আবার ঝগড়া? মা প্লিজ বল বাবা কেন কাদঁছে? তুমি কেন চুপ? মা সব সময়তো বাবা চুপ থাকেন কিন্তু আজ কেন তুমি চুপ? বল মা প্লিজ....বল? বাবা, ও বাবা, তুমি কেন কাদঁছ? বাবা- তাহসিন তোমার মা বারবার দেশে কেন যায় জিজ্ঞেস কর? তাহসিন বাবাকে জড়িয়ে ধরেছে। বাবা please don't cry আমি জানতে চাই কি হয়ছে প্লিজ বাবা বলো....। বাবা- তাহসিন আমি তোমাকে বলতে লজ্জা, কষ্ট লাগছে তারপরও বলতে হচ্ছে কারণ আজ না-হয় কাল তুমি মানুষের মুখ থেকে শুনবে। তোমার মা বারবার দেশে যায় কেন জানো? আজ সকালে আমার মোবাইলে কল আসে; সুমন নাম, সুমন বিয়ের প্রস্তাব দেয় আমার কাছে।

তোমার মা সুমন কে পছন্দ করে, ওরা দুজন বিয়ে করতে চায়। মা চুপ করে বসে আছে। বাবা কাঁদছে পাগলের মত। তাহসিন বাবা’র চোখের জল মুছতে মুছতে মা’কে ঘৃণা’র চোখে দেখতে থাকে। তাহসিন- বাবা আমার কেমন লাগছে।

বাবা আমার মাথা এমন করছে কেন? বলতে বলতে তাহসিন অজ্ঞান হয়ে পড়ে। পরেরদিন সকালে হাসপাতালে তাহসিনের হুঁশ আসে। চোখ মেলে তাকিয়ে দেখে মা, বাবা দু’জনেই বসে আছেন। তাহসিন মনে মনে ভাবতে থাকে.... তাহলে কি আমি এতক্ষণ দুঃস্বপ্ন দেখেছি? I hope that's my bad dream. একমাস পর ... বাবা- তাহসিন তোমার মা বলছে ও দেশে যেতে চায়। এবার নাকি সবকিছু শেষ করে আসবে।

মা তাহসিন কে নিয়ে আবার দেশে যায়। এপ্রিল ইস্টার ছুটি দু-সপ্তাহ’র জন্য। দু-সপ্তাহ’র কথা বলে একমাস চলছে মা তাহসিন কে নিয়ে এখন ও আসছেনা। আসবে কি করে তাহসিনের মা যে নতুন সংসার শুরু করেছে। বিয়ের খবর পেয়ে তাহসিনের বাবা চলে যায় তাহসিনের বড় ফুফুর ওখানে।

শুরু হলো তাহসিনদের এক এর মধ্যে নতুন দু’টা জীবন। বাবাকে বড় ফুফু আরেকটা বিয়ে কারন। মা ব্যস্ত নতুন জীবন নিয়ে। তাহসিন কই যাবে? কার কাছে যাবে? কে দিবে তাহসিন কে মা, বাবার ভালবাসা? কারণ মা এখন নতুন বাবা’কে নিয়ে ব্যস্ত। বাবা ব্যস্ত নতুন মা’কে নিয়ে।

তাহসিন এখন যেখানে যায় সবাই বিব্রত। নতুন বাবা বলে ওকে ওর বাবার কাছে পাঠিয়ে দাও। নতুন মা বলে ওকে ওর নিজের মা’র কাছে দাও না কেন? আমি ওর মা না, আমি কেন দেখাশুনা করব? তাহসিন ১৩ বছর বয়সে কি করে পারছে এত সব কষ্ট সহ্য করতে? আর কয়দিনই-বা পারবে? সবাই তাহসিনের জন্য দোয়া করবেন ওর জীবনে যেন সুখ ফিরে পায়।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।