আমাদের কথা খুঁজে নিন

   

কয়েকটি ধাঁধা। দেখুন..........তো পারেন কিনা! পর্ব-৭ (একটু কঠিন)

ধাঁধা-৭৩ এমন কোন্ জিনিস আছে যাহার ওজন নাই, ওজনহীন হলেও তারে সবাই দেখতে পাই। অদ্ভুত এই বস্তুটাকে রাখলে পূর্ণ পাত্রে, হালকা করে দিবেই দিবে দিনে কিংবা রাত্রে। ধাঁধা-৭৪ উপরটা ফেলে দিয়ে ভিতরটা রান্না করে। তারপর ভিতরটা না খেয়ে ফেলে দেয় আর উপরটাই খায়। বলেন দেখি কোন জিনিস? ধাঁধা-৭৫ রহিমের বয়স ১২ বছর, করিমের বয়স ১২ বছর।

৫ বছর পরে রহিমের বয়স হল ১৭ বছর এবং করিমের বয়স হল ১৮ বছর। কীভাবে?? ধাঁধা-৭৬ কী এমন জিনিস যা আপনি করেন, কিন্তু তা আপনি স্পর্শ করতে পারেন না?? ধাঁধা-৭৭ কালো ক্যানভাসে আঁকা ঝিকমিক লাইট, কনট্রাস্ট চেঞ্জ হয় মাঝে মাঝে হাইড। ধাঁধা-৭৮ ইংড়ি বিংড়ি তিংড়ি তাই পা আছে তার মাথা নাই। ধাঁধা-৭৯ গোড়ায় দুইখান মাথা পেঁচানো দেহ, সাদা। রাত্রের সাথী।

চাঁদ নয় এটা কী?? ধাঁধা-৮০ একটি ঘরে ৫০টি শিয়াল এবং ১৮ টি মুরগী ছিল। সেখানে সব মিলিয়ে কতটি প্রানী ছিল? ধাঁধা-৮১ একখান লম্বা, দুইখান গোল। চুলখান ধইরা টাইনা তোল। ধাঁধা-৮২ বাঘ নয় ভালুক নয়, না থাকে জঙ্গলে। মস্ত একখান হাঁ কইরা আস্তা মানুষ গিলে।

যারে গিলে আর আসে না, থাইকা যায় পেটে। হাঙ্গর তিমিও নয় যে এটা ভাবেন মাথা ঘেঁটে। ধাঁধা-৮৩ মরা ঘুঘু পইড়া থাকে, তাও ঘুঘু চাইয়া থাকে, ঘুঘুর দেহ, পাখনা। সব কিছুই শুকনা। ধাঁধা-৮৪ অফুলন ফুলনী গাছের আগায় ঢুলুনি, পাকলে সবাই খায়।

খালি গায়ে দোকানে যায়। আগের পর্ব ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।