আমাদের কথা খুঁজে নিন

   

নূতন মোড়কে মলম পার্টি

কুয়াশার মত জীবন আমার... এই আছি তো এই নাই !! হ্যাঁ, আমি এদের মলম পার্টিই বলব। এরা বাস কিংবা অন্য কোন যান-বাহনে মলম লাগায়না, এরা মলম লাগায় Aeronautical College Of Bangladesh / College Of Aviation technology এর ভিতরে, আর এদের মলম হল AEROSPACE ENGINEERING নামক নতুন মলম কৌটা। এরা আপনাকে বলবে বিদেশি ডিগ্রির কথা, বলবে অল্প দিনে চাকরি পাওয়ার কথা, বলবে তাদের আফুরন্ত সম্ভাবনার কথা, আসলে সবটুকুই মিথ্যা, ভাল চাকরি তো দুরের কথা এরা প্রতিদিন ক্লাস করাবার ক্ষমতা রাখেনা । ২০১০ এর কথা,আমি আর বাকি দশ জনের মত বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ব্যাস্ত , ভর্তি হয়ে গেলাম মলম ওয়ালাদের কলেজে , আমাকে বলা হল,"তুমি বি,এস,সি ডিগ্রী পাবে। " কিছু দিন পর শুনি এদের বি,এস,সি ডিগ্রী নাই, আছে ব্রিটিশ কারিগরি শিক্ষা ডিপ্লোমা কোর্স যা (EDEXCEL) ‘এ’ লেভেল সমমান, এই কোর্স করার পর আবার আমাকে বলা হল আরও একটা ডিপ্লোমা করতে হবে, তারপর আমি এক বছরের কোর্স করব বি,এস,সি পাবার জন্য।

তত দিনে আমার ৫-৬ লক্ষ টাকা শেষ ! মাত্র চোখে ব্যাথা অনুভব করা শুরু করলাম ! ব্যাথা আরও প্রকট আকার ধারন করল যখন শুনলাম আসলে EDEXCEL এর AEROSPACE ENGINEERING এ কোন বি,এস,সি ডিগ্রী নাই । আছে NATIONAL DIPLOMA (LEVEL -3), HIGHER NATIONAL DIPLOMA (LEVEL-6)। মজার কথা হল বাংলাদেশ সরকারই এখনও এইসব ডিপ্লোমার কোন আনুষ্ঠানিক অনুমতি দেয় নাই । ***যা আসলে সত্য - ১# আধুনিক বিজ্ঞানের সবচাইতে জটিলতম বিষয় পড়ানোর ক্ষমতা তো দূরে থাক এরা নিজেরাই জানে না AEROSPACE ENGINEERING কি । ২# এদের কার্যক্রম বাংলাদেশ সরকার অনুমদিত নয় ।

চাকরি পাওয়া অসম্ভব যদি আপনি বাংলাদেশ থেকে পরাশুনা করেন । ৩# যদি আপনি এয়ারলাইন্সে চাকরি করতে চান, আপনার প্রফেশনাল লাইসেন্স লাগবে, যা কোন দিনই এরা দিতে পারবেনা । অর্থাৎ এদের প্রফেশনাল লাইসেন্স দেবার কোন ক্ষমতা নাই । ৪# এদের বিদেশী ডিগ্রী যে কোন সময় বন্ধ হয়ে যাবে সরকারের হস্তক্ষেপে । এই সত্য গুলো বুঝতে আপনাকে হারাতে হবে ৩ বছর আপনার শিক্ষা জীবন থেকে, খরচ করতে হবে ৬-৭ লক্ষ টাকা।

তারপর বুঝেও কোন লাভ হয়না । যেমন আমার ও আমার সাথে আরও অনেক ছাত্র এখন এই সমস্যা গুলোর সম্মুখীন হচ্ছে। যারা তথ্য গোপন করে এমন ব্যাবসা করে তাদের রাস্তায় লেংটা করে পিটানো উচিত। পরিশিষ্টঃ আমার বন্ধু Hira, ২০১০ সালে অনেক আশা আর স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিল উপরের কলেজটাতে । কিন্তু, আধুনিক মলম পার্টির আধুনিক মলমের ভয়াবহতায় তার এখন সব স্বপ্ন সব আশা কোথায় যেন হারিয়ে গেছে ।

আমার চোখের সামনে প্রাণবন্ত বন্ধুটি কেমন হতাশা গ্রস্ত আর মলিন হয়ে গেল দেখতে দেখতে । আমি অবাক হই আর ভাবি এরকমটাই কি হওয়ার কথা ছিল ! কথাগুল হিরার নিজের, আমরা কেউ চাইনা এই প্রতারকদের খপ্পরে পরে সাধারন মধ্যবিত্ত ঘরের ছাত্ররা তাদের স্বপ্ন গুল জলাঞ্জলি দিক । তাই এই বেপারটা সবাইকে জানার সুযোগ দিন, আপনার পরিচিত কেউ AEROSPACE ENGINEERING এ পড়তে চাইলে সবকিছু খোঁজ খবর নিন, ভালমত জানুন বেপারটা, তারপর সিদ্ধান্ত নিন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।