আমাদের কথা খুঁজে নিন

   

পথ খুজছি আমি, পথ খুজছো তুমি, কিন্তু কেমন সে পথ, চেয়েছি কি জানতে???

I like to hear complain from my readers about my lacks.............................................আমি এক পরী যার ডানাও নেই, আকর্ষনও নেই পথে খুজছি আমি, পথ! পথ কি যায় দেখা? এ পথে থাকতেও পারে, দুর্গম, কিংবা অসম রেখা! চোখের সামনে চলমান পৃথিবীটার সদ্ভুত আচরনে, বিরক্ত হয়ে পথের আশা হারাইনি, যদিও নিশ্চুপ আছি আশ্চর্য কারনে। পথটা যেন কেমন ছিল? বলতে গিয়ে ভুলেছি সব কথা। মানুষ যে মাত্রই ভুল, সে হিসেব কিন্তু সবার জন্যই যথা! পথের দর্শন খুজে পাওনি এখন! তা, জানকি পথের কেমন ধরন? খুব নরম, যাতে নামলেই দ্রুত, সহজ হবে পথ চলন! আশা কি এতই অসম্ভব? বাস্তবতার কাছে এতো কিছু নয়! গড়তে হয় তাকে আপন যতন করে, তবেই তাকে খুজে নেয়া হয়! করবে তুমি আজও অনুকরন? বোকাতো নও, তবে কেন? মানুষ যদি গড়তে না শিখত, ধংসের দরকার ছিলনা, জেনো! অস্ত যাবে এখনি রবি, শেষ হবে দিন, উঠবে শশি, এখনও যদি খুজেই যাও, তবে চলবে কবে সে পথে? অন্যকে দেখে চলতে হয় যদি ইচ্ছে, পথ খুজে নাও, করেনাও আপন। অন্যের পথের জৌলুস দেখে নিজেকে সামলাও, তোমারো হবে একান্ত পথ, তবু ধৈর্য কর ধারন! যেদিন তুমি করবেনা অনুসরন, হবেনা উত্তাল অন্যের পথ চেয়ে, দেখবে তোমার পথচলার পথটা হবে স্পষ্ট, দেখো সেদিন তুমি হবেনা পথভ্রষ্ট। আপনি আপনার পথটাকে সেদিন, তোমার করবে তুমি, করবে চলার যোগ্য! প্রতিক্ষা শেষে তুমি হেটে যাবে পথ বেয়ে, হবেনা তুমি সেদিন শ্রান্তির ভোগ্য! উৎসর্গ: ব্লগার আশরাফুল ইসলাম দূর্জয়। ভাইয়া, আপনি এই ব্লগে প্রথম যার লেখা দেখে কবিতা লেখার ইচ্ছা হয়েছিল। দুঃখের কথা, এখন কবিতা লেখা শিখতে পারিনি, তবে এই অদম্য ইচ্ছা আপনার লেখা দেখে এসেছিল, তাই আপনাকে একটা স্বরচিত অ-কবিতা উৎসর্গ করলাম! ভালো থাকুন!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।