আমাদের কথা খুঁজে নিন

   

মাই নেম ইজ ভন্ড। ঝেমস ভন্ড।...

অপ্রিয় এবং অবাঞ্ছিত... তীর থেকে টর্চের আলো জ্বালিয়ে সিগন্যাল দিচ্ছে 'জেড'। ঘুটঘুটে অন্ধকারে তার ছিপছিপে শরীরটা দেখে যাচ্ছে। নৌকা তীরে ভিড়িয়ে দড়ি ছুঁড়ে দিলাম ওর দিকে। হাল ছেড়ে 'ওয়াই' মাটিতে পা রাখলো আমার সাথে। নৌকা লুকিয়ে রেখে অন্ধকারে নারকেল গাছের সাথে মিশে গেলাম আমরা, আমাদের পরণে থাকা কালো কাপড় নিয়ে।

শ্বাপদের চোখের মত ঝিক করে উঠল আমার ওয়ালথার পিপিকে'র নল, চাঁদের আলোয়। দ্রুত হাতে সাইলেন্সার লাগিয়ে নিলাম আমি। হাত নেড়ে ইশারায় ওয়াই আর জেডকে আমার পিছনে আসতে বললাম। অবাক চাঁদের আলোয় আমরা এগোচ্ছি লতা-গুল্ম আর ঝোপ-ঝাড়কে কাভার হিসাবে ব্যবহার করে। ওইতো দেখা যায় ছদরুল ভিলা! -'জেড, বাইনোকুলার!' সাড়া নেই।

-'জেড?' পেছনে তাকালাম একই সাথে আমি আর ওয়াই। জেড নেই!! অস্থির হয়ে গেল ওয়াই। আজ সন্ধ্যা থেকেই মনে হচ্ছিল, ওয়াই কিছু একটা জানে, কিন্তু বলছে না। ওয়াইএর এখনকার চাঞ্চল্য দেখে সে সন্দেহ ঘনিভূত হল। জেড ট্রেনিং পাওয়া কমান্ডো এজেন্ট, তার অনুপস্থিতি আরেক অভিজ্ঞ কমান্ডো ওয়াইকে এত বিচলিত করছে কেন? কি লুকোচ্ছে এজেন্ট ওয়াই? অস্থির ভঙ্গিতে সামনে হামাগুড়ি দিল ওয়াই, ডাকলও ফিসফিসিয়ে, 'এক্স, দেখুন এখানে একবার, স্যার'।

শক্ত করে এঁটে বসল আমার আঙ্গুল আমার প্রিয় ওয়ালথার পিপিকে'র বাটে। এগোলাম আমি, দেখলাম কী দেখাতে চাইছে ওয়াই। হিঁচড়ে টেনে নেওয়ার দাগ! এ দাগ কি এজেন্ট জেড'এর? কী হয়েছে তার? শিকারই কি শিকার করছে আমাদেরকে? ... ঘুম ভেঙ্গে দেখি সকাল ১১টা বাজে। যাহ শ্লার স্বপ্ন দেখতেছিলাম! কই এরপর এজেন্ট ওয়াই উধাও হয়ে যাবে। আমি একাই ছদরুল ভিলায় ঢুকমু।

ভিলেন ছদরুল তখন বাইরাইছে আমারে খুঁজতে। এই চামে ছদরুলের চতুর্থ পক্ষের বউর লগে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কইরা লমু। ... তা না... ধুর...!!! চ্রম বিরক্তি ইমো হইবেক... এইডা হইল গত চারদিন ধরে রাত জেগে টানা জেমস বন্ড সিরিজের মুভি সিরিয়ালি গিলার সাইড-ইফেক্ট... এই দিকে বন্ধু আইসা আমার লগে রাইত জাইগা সিক্রেট এজেন্ট বন্ডের দুই খানা মুভি পর পর গিলল। সকালে উইডা বন্ধু কয়, রাতে নাকি সে স্বপ্নে দেখছে, সে 'সিকিউরিটি এজেন্ট' হয়ে গেছে। হাসমু না কানমু বুঝতাছি না... ... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।