আমাদের কথা খুঁজে নিন

   

Simon Pegg : প্রিয় অভিনেতা, প্রিয় মুভি (প্রিয় তিন কমেডি মুভির রিভিউ + ডাউনলোড লিঙ্ক)

এই ব্লগবাড়ি ব্লগারের মতই ছন্নছাড়া । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলা হবে। বেশি ভাবাভাবির সময় নাই। Simon Pegg- আমার খুব প্রিয় অভিনেতাদের মধ্যে একজন। খুব নিরীহ ও নির্লিপ্ত মুখে থেকেও মানুষকে পেট ফাটিয়ে হাসানোর অদ্ভূত ক্ষমতা আছে পেগের।

অভিনয়ের সাথে সাথে কমেডি মুভির স্ক্রিপ্ট রাইটার হিসাবেও পেগ অসাধারন। সেই অসাধারণত্বের প্রমাণ আমার দেখা Simon Pegg অভিনীত ভালো লাগা তিনটি মুভির রিভিউ ও ডাউনলোড লিঙ্ক নিয়ে এই পোস্ট-- Hot Fuzz (2007) (আইএমডিবি রেটিং- ৭.৯/১০) লন্ডন শহরের পুলিশ সার্জেন্ট নিকোলাস এঞ্জেল(Simon Pegg) এর বাড়াবাড়ি রকমের ভালো পারফর্মেন্সের জন্য বিব্রত তার অন্য সহকর্মীরা। নিকোলাসকে লন্ডন থেকে বদলী করা হয় শান্ত গ্রাম Sandford –এ । কিন্তু বাইরে থেকে দেখতে Sanford-কে যতটা শান্ত ও অপরাধমুক্ত মনে হয়, আসলেই কি তাই? একের পর এক দূর্ঘটনায় মৃত্যুগুলো কি আসলেই দূর্ঘটনা? নাকি এর পিছনে লুকিয়ে আছে কোন ষড়যন্ত্রের জাল??-- রহস্য সমাধানে অভিযানে নামে নিকোলাস। তার এ অভিযানের সংগী হয় স্থানীয় স্টেশন চিফের ছেলে Danny Butterman (Nick Frost). ডাউনলোড লিঙ্ক | ব্লুরে রিপ | ৬১০ মেগাবাইট | স্ক্রিনশট- ১ ২ ৩ অথবা, মিরর লিঙ্ক- টরেন্ট Paul (2011) (আইএমডিবি রেটিং- ৭.১/১০) Simon Pegg আর Nick Frost – এর আরও একটি অসাধারণ কমেডি।

চমৎকার অভিনয়ের পাশাপাশি মুভির স্ক্রিপ্টও লিখেছেন এই দুজন মিলে। সাই-ফাই মুভিতে এত হাস্যরস থাকতে পারে কল্পনাই করতে পারিনি। সবচেয়ে মজা পেয়েছিলাম মূল চরিত্র এলিয়েন Paul-এর সংলাপগুলায়। আর পেগ-ফ্রস্ট জুটি বরাবরের মতই অ-সা-ধা-র-ণ! ডাউনলোড লিঙ্ক | ব্লুরে রিপ | ৪০৭ মেগাবাইট | স্ক্রিনশট- ১ ২ ৩ ৪ অথবা, [link|http://thepiratebay.se/torrent/6479844/Paul_(2011)_DVDRIP_[Hiest-1337x]_avi|মিরর লিংক- টরেন্ট] Shaun Of The Dead (2004) (আইএমডিবি রেটিং- ৮/১০) দূর্দান্ত কমেডি হরর। রেসিডেন্ট ইভিল মুভির মত জীবনমৃত মানুষ-ভূতের কামড় থেকে বাঁচার মুভি।

মুভির মূল চরিত্র Shaun(pegg)-এর দিনকাল একদমই ভালো যাচ্ছিলোনা। বোরিং কাজ , গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া আর চূড়ান্ত অলস বেস্ট ফ্রেন্ড Ed(frost)- কে নিয়েই এগিয়ে যাচ্ছিল দিন। কিন্তু কোন এক সকালে এলোমেলো হয়ে যায় সবকিছু। লন্ডন শহরের অলিতে-গলিতে পাইকারী হারে নেমে পড়ে শতশত মাংসখেকো ভূত। তেনাদের মরনকামড় থেকে Shaun কি নিজেকে বাঁচাতে পারবে? বন্ধু এড, এক্স গার্লফ্রেন্ড লিজ, শনের মা- ওদের কি হবে? হররের ভীতি নয়, বরং ভালো লাগা উত্তেজনা আর হাস্যরসের মধ্য দিয়েই এগিয়েছে পুরো কাহিনী... ডাউনলোড লিঙ্ক | ব্লুরে রিপ | ৫৪৭ মেগাবাইট | স্ক্রিনশট- ১ ২ ৩ অথবা, মিরর লিঙ্ক- টরেন্ট  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।