আমাদের কথা খুঁজে নিন

   

যৌন কেলেঙ্কারিতে উত্তাল চিন

"Life Is a Journey, Not a Destination ― Ralph Waldo Emerson দেশের এক নম্বর নায়িকার সঙ্গে রাজনীতিবিদের যৌন কেলেঙ্কারিতে চিন উত্তাল। দেশের বিশ্বখ্যাত নায়িকা ঝাং জিয়ি সুইংয়ের সঙ্গে কমিউনিষ্ট পার্টির শীর্ষস্তরের নেতা বো জিলাইয়ের সম্পর্ক নিয়ে জোর জলঘোলা শুরু হয়েছে। চিনে এই দু'জনেই বেশ জনপ্রিয় মুখ। হংকংয়ের সংবাদপত্র অ্যাপল ডেইলি ও নেক্সট ম্যাগাজিনের খবর, মোটা অর্থের বিনিময়ে জিলাইয়ের সঙ্গে বার বার শারীরিক সম্পর্কে লিপ্ত হন চিনা চলচ্চিত্রের বিখ্যাত নায়িকা সুইং। সুইং 'ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন'-এর মতো বিশ্বখ্যাত সিনেমায় অভিনয় করেছেন।

তবে গত মার্চেই শৃঙ্খলাভঙ্গের দায়ে দল থেকে সাসপেন্ড হয়েছেন বো। হংকংয়ের সেই সংবাদপত্রটি এও বলেছ, গত দশ বছরে বহুবার কখনও কমিউনিষ্ট পার্টির শীর্ষস্তরের নেতা বো জিলাইয়ের সঙ্গে, আবার কখনও বোয়ের ব্যবসায়িক সঙ্গীদের সঙ্গে অর্থের লোভে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েছেন নায়িকা সুইং। এই অবৈধ শারীরিক সম্পর্কের জন্য প্রতি রাতে প্রায় একশো দশ মিলিয়ন ইয়ান অর্থ নেন সুইং। এই খবর প্রকাশের পরই চিন জুড়ে শুরু হয়েছে আলোচনা-বিতর্কের সুনামি। অভিযুক্ত নায়িকার অভিযোগ, তার নামে কুৎসা আর চক্রান্ত করে এমন খবর রটানো হচ্ছে।

ওই প্রতিবেদন উদ্ধৃত করে দক্ষিণ কোরিয়া ও জাপানের সংবাদমাধ্যমে ব্যঙ্গ করে খবর ছাপা হয়েছে, চিনের পুঁজিবাদী কমিউনিস্ট জমানা এখন ধ্বংসের আগে রোম সাম্রাজ্যের মতো। আপাদমস্তক চরম দুর্নীতিগ্রস্ত। নিচুতলা কী করছে, জানে না উঁচু তলা। উঁচুতলা ভোগবাদী এবং লুটেপুটে নিতে ব্যস্ত। দেশে গরিব ও বেসরকারি সংস্থায় কাজ করা ক্রীতদাসের সংখ্যা বাড়ছে।

আর্থিক বৈষম্য ভয়াবহ হয়ে দেখা দিয়েছে। নিত্যনতুন কেলেঙ্কারিতে জড়াচ্ছেন কমিউনিস্ট পার্টির নেতারা। ক্রেডিট : এবিপি  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।