আমাদের কথা খুঁজে নিন

   

ঢাবির প্রভাষক প্রার্থী জুলিয়েট সেজে হাতিয়ে নিল ৭০ হাজার টাকা

ঢাবির প্রভাষক প্রার্থী রোমিও সেজে হাতিয়ে নিল ৭০ হাজার টাকা প্রতিবন্ধী ছেলেটির নাম 'খ--'। সে কানে শোনে না। সে খুব ভাল ক্রিকেট খেলে। এই খেলা খেলতে গিয়েই তার কানে সমস্যা তৈরি হয়েছিল। প্রতিবন্ধী হলে কি হবে? এরও তো মন আছে।

সে তো ভালবাসতেই পারে। ভালবাসলো এক ক্লাসমেটকে। কিন্তু মেয়েটি ওকে কোন পাত্তাই দিল না। বরং মেয়েটি নতুন একটা বয়ফ্রেন্ড সঙ্গে নিয়ে ক্যাম্পাসে ঘুরাঘুরি করে। কিন্তু এতেও মেয়েটির প্রতি খ--'র ভালবাসা একটুও কমলো না।

মেয়েটির প্রতি তার দুর্বলতা বাড়তেই থাকলো। একদিন খ---র দুর্বলতার সুযোগ নিল তারই ডিপার্টমেন্টের রেকর্ড নম্বর পেয়ে অনার্স ও মাস্টার্সে প্রথম হওয়া ছাত্রটি। তার নাম 'মা---'। 'খ--' কানে শুনতো না। একদিন 'মা--' খ--কে ফোন দিল।

'মা--' কথা বলতো মেয়েলি কন্ঠে। সে নিজেকে পরিচয় দিল 'খ--' এর আকাংখিত মেয়ে হিসেবে। 'খ---' কানে কম শোনে। সে ভাবলো এই বুঝি সেই মেয়েটি। দিনের পর দিন 'খ---' ফোন দেয় 'মা--'কে।

সুযোগ নিয়ে 'মা---' বিভিন্ন প্রসতাব দেয় 'খ--'কে। ভালবাসার প্রমাণ দিতে গিয়ে নিজের চিকিৎসার জন্য তোলা টাকার কিছু অংশ (প্রায় ৭০ হাজার টাকা) 'মা--' কে ফ্লেক্সিলোড ও এসএ পরিবহনের মাধ্যমে পাঠায়। পরে একদিন 'মা--' এর আচরণে 'খ--' বুঝতে পারে সে প্রতারিত হয়েছে। পরে বিভিন্ন বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে। একপর্যায়ে প্রতারক 'মা--' কে 'খ--' চিনতে পারে।

সে এমনকি শাহবাগ থানায় জিডি করে। এ অনুযায়ী পুলিশ 'মা--' কে থানায় ডাকে। 'মা--' পুলিশকে জানায়, সে ভাল রেজাল্ট করায় তার বিরুদ্ধে এখন সড়যন্ত্র করা হচ্ছে। পুলিশ পরে তাকে ছেড়ে দেয়। 'খ--' পরে ভার্সিটির প্রক্টর বরাবর একটি অভিযোগ পত্র লেখে।

প্রক্টরকেও সে অনেক প্রমাণ দেখায়। এতে প্রক্টরও বিষয়টি আমলে নিয়েছেন। প্রক্টর স্যার পরে 'মা--' কে ডেকে জিজ্ঞাসা করলে 'মা--' জানায়, এটা তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। কোন উপায় না পেয়ে 'খ--' সাংবাদিকদের জানায়। সাংবাদিকরা 'মা--' কে মধুর ক্যান্টিনে ডেকে তাকে জিজ্ঞাসা করলে মা--- এখানেও অস্বীকার করে।

তবে সে ফ্লেক্সিলোডরে মাধ্যমে তার নিজের নাম্বারে নেয়া ২৫০০-৩০০০ টাকা নেয়ার কথা স্বীকার করে। এবং বাকী টাকার বিষয়টি সে একেবারে অস্বীকার করে। আগামীকাল পর্যন্ত সাংবাদিকরা 'মা--কে' সময় দিয়েছে। কাল 'খ--'ও বাড়ি থেকে ঢাকায় আসবে। এখন পর্যন্ত যা জানা গেছে--তা হচ্ছে 'মা---' অসুস্থতার কারণ দেখিয়ে সিলেট হাসপাতালে ভর্তি হয়েছে।

সুতরাং 'মা---' আগামাীকাল ঢাকায় আসবে না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.