আমাদের কথা খুঁজে নিন

   

হায় আমাদের রাজনীতিবিদ!!

হায়রে রাজনীতিবিদ- দলবাজি, চাঁদাবাজি আরো স্বজনপ্রীতি, দেশটারে তাঁরা করছে শেষ করে দুর্নীতি। নির্বাচনের আগে- ভোট দিন ভোট দিন সবাই আমারে, দশ টাকায় চাল দেব ক্ষমতায় গেলে পরে। বিনামূল্যে পাবেন সার পেলে আমি গদি, শান্তিতে থাকবে সবাই বইবে সুখের নদী। সবার উপরে আইন জঙ্গিবাদ থাকবে না, স্বল্পমুল্যে পন্যদ্রব্য অভাব রবে না। দুর্নীতি আর থাকবে না আসবে ফিরে নীতি, সহিংসতা ভুলে আনব সুস্থ রাজনীতি।

নির্বাচনের পরে- ভোট দিছে রে ভোট দিছে জনতা ভোট দিছে, সোনার কাঠি আমার হাতে সবাই থাক পিছে। দশ টাকায় কিসের চাল ওহে বোকা জনতা! বিনামূল্যে দেব সার সে তো কথার কথা। কিসের এত শৃঙ্খলা কিসের আবার আইন? চাঁদাবাজি, সন্ত্রাসী করবে পোলাপাইন। আমার কোন অভাব নেই লাগুক দেশে অভাব, চাঁপাবাজি করা-ই হলো আমার স্বভাব। দুর্নীতিবাজ আমি এখন কি আবার নীতি? আমার দেশ আমি রাজা এটা-ই রাজনীতি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।