আমাদের কথা খুঁজে নিন

   

০০৩ > কোন মিস্তরি বানাইয়াছে!! মিরর মিরর অন দা ওয়াল আয়না কিভাবে বানায়!!!

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: neo21580@yahoo.com আয়না তে নিজের চেহারা দেখতে কার না ভাল লাগে...সবাই আয়নাতে প্রতিদিন নিজেকে দেখি.. কিন্তু আয়না কিভাবে বানায়? আসুন দেখি কোন মিস্তরি বানায় আয়না >> কেমনে বানায়? মানুষ শান্ত পানিতে নিজের প্রতিবিম্ব দেখেছে শুরু থেকেই... তাই আয়নার ব্যবহার ও অনেক পুরানো... প্রথম আয়নার ব্যবহারের খোজ পাওয়া যায়... এনাটোলিয়া(Anatolia -(modern-day Turkey) তে প্রায় খৃস্টপূব` ৬০০০ বছর আগে... এক ধরনের কালো রংএর আগ্নেয় শিলা কে আয়না হিসেবে ব্যবহার করতো তখন.. প্রাচীন মেসোপোটেমিয়াতে খৃস্টপূব` ৪০০০ বছর আগে পলিসকৃত তামার আয়নার খোজ মেলে.. খৃস্টপূব` ৩০০০ বছর আগে পলিসকৃত তামার আয়নার খোজ মেলে. ancient Egypt from around 3000 BC চায়নাতেও খৃস্টপূব` ২০০০ বছর আগে bronze এর আয়নার ব্যবহারের প্রমান পাওয়া যায়... উপরের ইতিহাস>> উইকি থেকে নেয়া) আসুন দেখি কিভাবে কারখানাতে আয়না তৌরি হয়>> আগামী পবে`>> কনডম কেমনে বানায় দেখলে কেমন হয়? আয়না প্রস্তুতের বিভিন্ন ধাপগুলি:- ১) আয়না শুরু হয় সচ্ছ কাচের থেকে... ২) প্রথমে ভাল মতন পরিস্কার করে নেওয়া হয়>> ৩)তার পরে তরল টিনের প্রলেপ দেওয়া হয়... স্প্রে করে টিনের প্রলেপ দেওয়া হয় কাচের এক পাশে>> ৪) তার পরে দেওয়া হয় সিলভারের প্রলেপ... কারন সিলভার একা কাচের উপরে লেগে থাকবে না... >>টিনের প্রলেপের উপরে সিলভার খুবই দ্রুত শুকিয়ে লেগেযায়... তখন ই আস্তে আস্তে কাচে প্রতিফলন দেখা যায়... এই সিলভারই আয়নাতে প্রতিফলনের কাজ করে... ৫) তার উপরে এক লেয়ার তামার প্রলেপ দেওয়া হয় এর পরে... ৬) তার পরে কাচেটি ৭১ডিগ্রী তাপের মাঝ দিয়ে যায়.. শুকানোর জন্য.. ৭) তারপরে ২ টি রংএর প্রলেপের পরে.... আয়না তৌরি >> ৮) প্রতিটি আয়না ... ভাল করে পরিক্ষা করে দেখাহয়...তাতে কোন বুদবুদ আছে কিনা... থাকলে তা কেটে ফেলা হয়.. ৯) তারপরে বাজারে চালানের জন্য... পাঠানো হয়. আগের ব্লগ>> ০০২ > কোন মিস্তোরি বানাইয়াছে!! >> আসুন দেখি টুথব্রাশ কিভাবে বানায়!!! Click This Link ০০১) কোন মিস্তোরি বানাইয়াছে? _ কাঠ পেন্সিল কিভাবে বানায়? Click This Link  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।