আমাদের কথা খুঁজে নিন

   

আমরা কি খাবার খাচ্ছি?

কৃষক বান্ধব কৃষিনীতি চাই ১। আমরা কি খাবার খাচ্ছি? ২। আমরা কেন খাবার খাচ্ছি? আমরা ফরমালিন/বিষ যুক্ত খাবার খাচ্ছি। বাচার জন্য খাচ্ছি। বেচে থাকার জন্য খাবার খেলে আমাদের যদি মরন হয় তাহলে আমরা কেন সেই খাবার খাব? আজ আমরা বা আমাদের পরিবারের সদস্যরা কেন ফরমালিন/বিষ যুক্ত খাবার খেয়ে শারীরিক প্রতিবন্ধি হবো।

আমাদের আদরের সন্তান্দের কেনো ফরমালিন/বিষ যুক্ত খাবার খাওয়াবো। খাবার না খেলে আমরা বা আমাদের বাচ্চারা তো বাচবে না। খাবারের চাহিদাতো আমাদের সবারই আছে। তাই বলে আমরা প্রতিনিয়্ত ফরমালিন/বিষ যুক্ত খাবার খাবো? না না না। এইভাবে চলতে পারে না।

চললে দেওয়া যায় না। একটা সভ্য দেশের মানুষ হয়ে আমরা এই গুলো মেনে নিতে পারি না। আমাদের সরকার/বিএসটিআই/প্রশাসন সবাই ঘুমিয়ে থাকলেও আমরা ঘুমিয়ে থাকতে পারি না। এখন সময় হয়েছে। মাথা তুলে দারাবার।

আমরা আর সহ্য করবো না। আমরা যুদ্ধ ঘোষনা করবো। সরকার/বিএসটিআই/প্রশাসন মাথা ব্যথা নাই, কারন তারাতো মাসোহারা ভাতা/টাকা পাছে। আসুন আমরা সেই সব ব্যবসায়িদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করি। যারা আমাদের কে প্রতিনিয়্ত ফরমালিন/বিষ যুক্ত খাবার খাওয়াচ্ছে।

যার যে অবস্থান থেকে আমরা প্রতিবাদ করি। সেই জন্য মিডিয়া বিশেষ অবদান রাখতে পারে। আমরা দলবদ্ধ হয়ে ভেজালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.