আমাদের কথা খুঁজে নিন

   

কয়েকটি ধাঁধা। দেখুন..........তো পারেন কিনা! পর্ব-১

ধাঁধা-১: পাঁচ বেডায় তুইল্যা দেয় বত্রিশ বেডার ঘাড়ে দুয়ারে আছে বুইড়্যা বেডা টাইন্যা নেয় ঘরে। ধাঁধা-২: আসছে যত আসবে তত তার অর্ধেক তার অর্ধেক আপনাকে নিয়ে একশত ধাঁধা-৩: ৩ টাকায় পাওয়া যায় ২টি কলম আবার ২ টাকায় পাওয়া যায় ৩টি কলম তাহলে ২৫ টাকায় কয়টি কলম পাওয়া যাবে ধাঁধা-৪: কোন স্কুলে যত ছাত্র আছে প্রত্যেকে তত পয়সা করে চাঁদা দেওয়ায় ৩৬টাকা চাঁদা উঠল। ঐ স্কুলের ছাত্র সংখ্যা কত ছিল ধাঁধা-৫ একটি নদীর এপার শোয়া শেয়াল ওপার শোয়া শেয়াল কয়টি শিয়াল হল ধাঁধা-৬ বন থেকে আসিল বাঘ বাঘের গায়ে শত দাগ ধাঁধা-৭ একটি দোকানে ৫টি খালি কোকাকোলার বোতল দিলে একটি ভরা কোকাকোলার বোতল দেয়। যদি একজনের কাছে ৭৭টি খালি বোতল থাকে তবে সে মোট কয় বোতল কোকাকোলা খেতে পারবে? ধাঁধা-৮ দাবা বোর্ডে কম করে কটা মন্ত্রী দিয়ে সব কটা ঘর আক্রমন করা যাবে ধাঁধা-৯ চড় দিলাম চিমটি নিলাম বাকি থাকে কত? ধাঁধা-১০ এ ঘর যাই ও ঘর যাই দুমদুমাইয়া আছাড় খাই ধাঁধা-১১ ডাটে বাবু হাটে যায় একশ একটা জামা গায় ধাঁধা-১২ এক ছাগলের দু্ই কান তুই আমার জানের জান

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।