আমাদের কথা খুঁজে নিন

   

‘আই অ্যাম একদম ফেডআপ: অর্থমন্ত্রী, উই আর ও একদম ফেডআপ।’ফর ইওর কথায়

শেয়ারবাজারকে আবারও ‘দুষ্টু বাজার’ বলে মন্তব্য করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দেশের পুরো বিনিয়োগের মধ্যে শেয়ারবাজারের অংশগ্রহণ এক শতাংশ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘মার্কেট যথাযথভাবে কাজ করছে না। আই অ্যাম একদম ফেডআপ। ’ আজ বুধবার সচিবালয়ে জাহাজ মালিক সমিতি ও সুপার মার্কেট মালিক সমিতির সঙ্গে পৃথক বৈঠকের পর সাংবাদিকদের কাছে অর্থমন্ত্রী এসব কথা বলেন। বাজার নিয়ে হতাশা আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বলেন, ‘অবশ্যই।

’ তবে দুষ্টু বাজারের জন্য ভবিষ্যতে কিছু ওষুধও আছে বলে তিনি জানান। দুষ্টু বাজার ঠিক করার দায়িত্ব সরকারের কি না—এমন প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত ডিমিউচুয়ালাইজেশন প্রতি ইঙ্গিত করে বলেন, ‘বাজারের জন্য কিছু ওষুধ আছে। সেটা পরে দেখা যাবে। ’ অর্থমন্ত্রী বিদ্যুত্ ও জ্বালানি এবং বাংলাদেশ অবকাঠামো অর্থায়ন তহবিলের আওতায় বন্ড ছাড়া নিয়েও কথা বলেন। বিদ্যুত্ ও জ্বালানি প্রসঙ্গে বলেন, কিছুদিনের মধ্যে আন্তমন্ত্রণালয়ের বৈঠক হবে।

সেখানে বিদ্যুতের দাম সমন্বয়-সংক্রান্ত সিদ্ধান্ত হবে। এ ব্যাপারে তিনি বলেন, সিদ্ধান্ত নেওয়া যায়, তবে বাস্তবায়নের জন্য রাজনৈতিক বিচার-বিবেচনা দরকার। বন্ডের মেয়াদ পাঁচ বছর, না ১০ বছর মেয়াদি হবে এবং এর ওপর কত শতাংশ কর দিতে হবে, তা জুলাইয়ের মধ্যে নির্ধারিত হবে বলে জানান মন্ত্রী। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।