আমাদের কথা খুঁজে নিন

   

আসছে বাবু ফরিদীর দুটি অপ্রকাশিত উপন্যাস

নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন বাবার পুরাতন ফাইল ঘেঁটে তাঁর সম্পর্কে অনেক অজানা তথ্য ও লেখা পেলাম, অনেক দৈনিকে বাবার লেখা কবিতা, ধারাবাহিক উপন্যাস পেলাম । এগুলো বাবা বেঁচে থাকতে খুব সযত্নে সংরক্ষিত ছিল এবং আমার ধরতে নিষেধ ছিল । এখন তাঁর উত্তরাধিকার হিসেবে এগুলো না ধরলেই নয়; অপ্রকাশিত লেখা প্রকাশের দায়িত্বও আমার ও বাবার বন্ধুদের ওপরেই বর্তায় । দুঃখের বিষয়, কিছু কাগজ ইঁদুরে কেটে ফেলেছে । যা কিছু আস্ত আছে, তাঁর মাঝে বাবার লেখা দুটি অপ্রকাশিত উপন্যাস পেয়েছি । উপন্যাস দুটি হলঃ "মন পবনের নাও" ও "জীবন অপেরা" । ইচ্ছে আছে আগামী বইমেলায় এর অন্তত একটা বই আকারে প্রকাশিত হবে । আরও দুটি বই বাবার নামে প্রকাশিত হবে ভেবে খুব ভালো লাগছে । খুব আফসোস হয়, এরকম আরও লেখা যদি থাকতো বাবার- আমি সেগুলো অবশ্যই প্রকাশ করার ব্যবস্থা করতাম । আরও বড় আফসোসের বিষয়- এত সুন্দর সুন্দর উপন্যাস, কবিতা ও লেখনীগুলো বেঁচে আছে, থাকবেও... কিন্তু আজ বাবা তো বেঁচে নাই!... আজ বাবা বেঁচে থাকলে কি এমন ক্ষতি হতো বিধাতার?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.