আমাদের কথা খুঁজে নিন

   

চরম মজার একটা গাণিতিক সমস্যার সমাধান দেখুন। না দেখলে পুরাই মিস

অনিশ্চিত ভবিষ্যতের পথপানে চেয়ে বসে আছি প্রশ্ন- রিপা তার ছেলে বাবুর চেয়ে ২১ বছরের বড়। ৬ বছর পর রিপার বয়স বাবুর বয়সের ৫ গুণ হবে। তাহলে রিপার স্বামী এখন কোথায়? আপনারা মনে করতে পারেন এটা একটা মশকরা, কিন্তু এই প্রশ্নের আসলেই একটা গাণিতিক সমাধান আছে। নিচে দেখুন:::: মনে করি রিপার বর্তমান বয়স ‘ক’ বাবুর বর্তমান বয়স ‘খ’ তাহলে ক = খ+২১ ৬ বছর পর রিপার বয়স বাবুর বয়সের ৫ গুণ তাহলে ক+৬ = ৫ x(খ+৬) বা, খ+২১+৬ = ৫ x(খ+৬) বা,খ+২৭ = ৫খ+৩০ বা, -৪খ=৩ অতএব, খ = -৩/৪ তাহলে বাবুর বর্তমান বয়স -৩/৪ বছর বা -৯ মাস অর্থাৎ বাবু ৯ মাস পরে পৃথিবীতে আসবে সুতরাং এখন রিপার স্বামী রিপার সাথে বিছানায় আছে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।