আমাদের কথা খুঁজে নিন

   

কোনটা কুসংস্কার আর কোনটা অজ্ঞতা??

কোনটা উচিত কোনটা অনুচিত?? কোনটা কুসংস্কার আর কোনটা অজ্ঞতা?? কোনটা শেয়ার করা উচিত আর কোনটা অশ্লীলতা?? অনেকে এটা নিয়ে দ্বিধাবিভক্ত। সেদিন পাশের রুমের অভিকে নিয়ে রনির এর বোনের অপারেশনের জন্য রক্ত দিতে গিয়েছিলাম। অবশ্য গ্রুপ না মিলাতে রক্ত আমি দিতে পারিনি, অভি দিয়েছিলো। কিন্তু ঐ আপুর জরায়ুতে টিউমার হয়েছিল। একেবারে লাস্ট স্টেজে চলে গিয়েছিল অথচ কাউকেই তিনি জড়তার কারনে জানানই নি।

। গ্রামে এক সময় প্রচলিত ছিল, গর্ভবতী মাকে খাবার কম খাওয়াতে হয়। এতে নাকি শিশুর শরীর বৃদ্ধির সুযোগ বেশি থাকে!! কি আজীব !! অথচ বিজ্ঞান এখন কি বলে?? আমরা হয়তো অনেকে জানি না, বিশ্বে প্রতিবছর নতুন করে ১,৫০,০০০ এর বেশি মহিলা স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে যার সিংহভাগই প্রাথমিক অবস্থায় ডাক্তারের সাথে যোগাযোগে সম্পূর্ণ নিরাময়যোগ্য বলে জানা যায়। অথচ এই ব্যাপারগুলো মেয়েরা কাউকেই যেন জানাতেই চায় না ,এমনকি প্রিয়জনদের সাথেও না। ছেলে ও মেয়েদের বয়সের সাথে শারীরিক পরিবর্তনে কোন সমস্যা ও কারো সাথে শেয়ার করতে চায় না।

অথচ এসব সিরিয়াস বিষয়ে আপনজনদের সাথে সিরিয়াসলি কথা বলা উচিত। এইডস নিয়ে এইচএসসিতে হুমায়ন আহমেদ স্যারের একটি শিক্ষামূলক গল্প আছে "অপরাহ্নের গল্প। "। । আমাদের কলেজের প্রিয় মুখতার স্যার বেশ ইম্পরটেন্স দিয়ে অনেক তথ্য সহ গল্পটি পরিয়েছিলেন।

অনেক অজানা কিছুই জেনেছিলাম, কিন্তু অবাক করা বিষয় হলেও সত্য, এইচএসসি পড়ুয়া একটি ছেলে/ মেয়ের সামনেও এইডস এর মতো একটি ভয়ঙ্কর রোগকেও এড়িয়ে চলে যাওয়া হয় "গল্পটি না পড়িয়ে"... এগুলোকে মুরুব্বিসমাজ অশ্লীলতা বলে বিবেচনা করেন। আসলেই কি এগুলা অশ্লীলতা নাকি এসব বিষয়ে না জানার অজ্ঞতা?? এই যে এতো ভারি ভারি কথা বলে ফেললাম, অনেকে হয়তো বলে ফেলবেন, এসব টপিক আমাদের জন্য না। এসব টপিক নিয়ে চোখে ভারি চশমা বেঁধে স্যুটেড বুটেড সুশীল সমাজের লোকেরা ৫ তারকা হোটেলে বড় বড় সভা-সেমিনারে বলবেন !! আসলেই কি তাই?? লাখ টাকার সভা-সেমিনারে আগেও তো দারিদ্র্য বিমোচন কর্মসুচির প্লান-প্রোগ্রাম করে দলিল দস্তাবেজই শুধুই ভরিয়েছে, আর কি করতে পেরেছে এই অকর্মা সুশীল সমাজ??? তরুণরা গড়বে এ সমাজ, তরুণরাই বদলাবে সকল ভ্রান্ত বিশ্বাস । দীর্ঘস্থায়ী পরিবর্তনে সবার আগে চাই মানসিকতার পরিবর্তন। ।

মূল লেখাটি আমার বন্ধু ফয়সাল এর । সে ⌠ অনুপ্রেরণা ۞ Inspiration ⌡ পেজের এডমিন] পেজ লিংক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।