আমাদের কথা খুঁজে নিন

   

চোর তাড়াতে ওয়েবক্যাম!

ভালো থেকো বন্ধুরা অবিশ্বাস্য হলেও সত্যি, সুদূর তুরস্কে বসেই ইংল্যান্ডের এসেক্সের নিজের বাড়িতে ঢুকে পড়া চোর তাড়িয়েছেন এক বৃটিশ নাগরিক। আর এই কাজটি তিনি করেছেন কেবল নিজের কম্পিউটারের ওয়েবক্যামটি ব্যবহার করে। খবর অরেঞ্জ নিউজের। সূত্র জানিয়েছে, ইংল্যান্ডের এসেক্সের ওই বাসিন্দা তুরস্কে গিয়েছিলেন পারিবারিক অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে। তুরস্কে বসেই ইংল্যান্ডে নিজের স্ত্রীর সঙ্গে তিনি ভিডিও চ্যাট করছিলেন এমএসএন মেেসঞ্জার দিয়ে।

ভিডিও চ্যাট শেষে তার স্ত্রী ঘর থেকে বাইরে যান ছেলেকে খুঁজতে। কিন্তু তিনি ভুলে যান ওয়েবক্যামটির বন্ধ করতে। তখনই বাড়িতে কেউ নেই ভেবে ঘরে ঢুকে সুযোগসন্ধানী চোরের দল। আর নিজের ঘরে এভাবে চোর ঢুকতে দেখে চমকে উঠেন ওই ব্যক্তি। তিনি চিৎকার করে ওঠনে, ‘আমার বাড়ি থেকে বেড়িয়ে যাও, আমি এখনই পুলিশ ডাকছি’।

আর ধরা পড়ে গেছে ভেবে সঙ্গে সঙ্গেই পালিয়ে যায় চোরের দল। এ ব্যাপারে এসেক্সের পুলিশ ডিপার্টমেন্টের ডিটেক্টিভ কনস্টেবল ম্যান্ডি কোল্টম্যান বলেন, ‘ভদ্রলোক তার স্ত্রী আর সন্তানের সঙ্গে কথা বলার জন্যই অপেক্ষা করছিলেন, কিন্তু স্ত্রী আর সন্তানের বদলে তিনি দেখতে পান ঘরে চোর ঢুকতে। উপস্থিত বুদ্ধির জোরেই এ যাত্রায় চুরির হাত থেকে রক্ষা পেয়েছে পরিবারটি। ’  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।