আমাদের কথা খুঁজে নিন

   

"Saving Private Ryan" স্টিভেন স্পিলবার্গ পরিচালিত দ্বিতীয় বিশ্বযুদ্বের অসাধারন খন্ডচিত্র

যুদ্ধের বাজারে ভালোবাসার বিকিকিনি হলে আর কাঁদবোনা। কংক্রিটের এই শহরে হৃদয়হীন মানুষের ভীড়ে আমিও হারিয়ে যাবো... দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডমাডোল নিয়ে বিখ্যাত একটি মুভি। তবে সামগ্রিকভাবে সম্পূর্ন বিশ্বযুদ্ধের চিত্র না দেখিয়ে বরং এর একটি খন্ডচিত্র এতে তুলে আনা হয়েছে। এবং পরিচালক স্টিভেন স্পিলবার্গ এতে যে দক্ষতা আর মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন তা এক কথায় অসাধারন। মুভিটি দেখতে দেখতে প্রায়সময়ই মনে হতে পারে যে হয়ত আমি সত্যিই দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখছি।

১৯৯৮ সালে রিলিজ হওয়া এই মুভিটি স্টিভেন স্পিলবার্গকে এনে দিয়েছিল সেরা পরিচালকের খ্যাতি। এ মুভিটি দিয়ে তিনি তার পুরস্কারের ঝুলিতে ভরেছিলেন একাডেমি এওয়ার্ড তথা অস্কারের মত পুরস্কারটি। আর এতে অভিনয় করেছেন টম হ্যাংকস, টম সিজমোর ভিন ডিজেলের মত শক্তিমান অভিনেতারা। যারা মুভিটি দেখেননি তারা অবশ্যই দেখে ফেলুন। যুদ্ধের উপর নির্মিত এরকম বাস্তবধর্মী মুভি সত্যিই বিরল।

এতে স্পেশাল ইফেক্টের ব্যবহার তেমন নেই বললেই চলে। যুদ্ধ কিংবা আ্যকশনধর্মী মুভিগুলোতে সাধারনত যা হয় তেমন অবাস্তব আ্যকশনদৃশ্য এতে ব্যবহার করা হয়নি। যুদ্ধের বাস্তবতা এর অভিনয় কলাকুশলীরা তাদের অভিনয় দিয়েই ফুটিয়ে তুলেছেন। যা মুভির বিশ্বাসযোগ্যতা বাড়িয়ে তোলে অনেকখানি। আর টম হ্যাংকসের ‍অনবদ্য অভিনয় মুভিটিতে ভিন্নমাত্রা যোগ করেছে।

হয়তো এই পুরোনো মুভিটি অনেকেরই দেখা। যারা দেখেননি তাদের জন্য মুভিটির ডাউনলোড লিংকটি দিয়ে দিচ্ছি। ‌এখানে  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।