আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাঃ শহরের মেঠোপথ!

আমি শিক্ষানবীশ এবং কর্মী । সবার কাছ থেকেই শিখছি । সারা জীবনই হয়ত শিখে যাব। মেঠোপথ, ও শহরের মেঠোপথ! তোমায় নাকি কালো রাজপথগুলো টোকাই ক্ষেপায় আর খুব সকালে সেই নীল অভিমানের কান্নাগুলো আমার পায়ে শিশির হয়ে জড়ায়। মেঠোপথ, ও শহরের মেঠোপথ! ও অভিমানী মেঠোপথ।

তোর বুড়ো ঘাস ছুঁয়ে এলো প্রেমিকেরা আর হাতে হাত রেখে না হাঁটে, সব প্রেমিকের মন আজ ব্যবসা খেয়েছে, এঁটো প্রেম তাই রাজপথে ব্রিফকেস চাপিয়ে ছোটে। মেঠোপথ, ও বঞ্চিত মেঠোপথ! শহরের মেঠোপথ। বুড়ো বটের মূলে ক্লান্ত পথিক নিঃস্ব হয়ে না জিরায় সব পথিকেরা আজ সুখের নীড় বেঁধেছে অট্টালিকার স্বপ্ন তাদের শিরায়। হায় মেঠোপথ! এতিম মেঠোপথ। তুই ফিরে যা, ফিরে যা সেই গ্রামে তোর জঘণ্য বস্তিতে এই শহরে আজ তিল ঠাঁই নেই লোভী মানুষগুলো রাজপথেই আছে স্বস্তিতে।

অবাঞ্চিত মেঠোপথ! ও শহরের মেঠোপথ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।