আমাদের কথা খুঁজে নিন

   

সপ্নচারী...২

একা পাখি বসে আছে, দূর নীলিমার পানে তাকিয়ে... ভেবে দেখ, যদি ঘুম ভাংলেই ধরা যেত রাতে দেখা স্বপ্নগুলো... যদি মুঠোয়পুরে জমিয়ে রাখা যেত, যদি সাজিয়ে রাখা যেত, কিষাণীর গোলায়ভরা ধানের মত... যদি ধরা যেত দিবা স্বপ্নের মত যখন তখন... প্রতি রাতে সুখ জাগানিয়া স্বপ্নের সেই রংগুলো তবে খুব কি খারাপ হত? স্বপ্নগুলো স্বপ্ন দেখায় মরিচিকার মত আমরা স্বপ্নবাজরা ছুটে চলি তার পিছু পিছু... নান রংয়ের স্বপ্ন আঁকি দু'চোখ ভরে, অবশেষে হয়ে যায় সাদা-কালো.... তবে স্বপ্নের মানে কি, শুধুই ছুটে চলা....? স্বপ্নচারিনী, আজও আমি স্বপ্ন বুনি তোমার দেখানো স্বপ্নগুলো নিয়ে...  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।