আমাদের কথা খুঁজে নিন

   

আজ কি সরকারী হরতাল?

আজ সারাদেশে ঢাকাগামী লঞ্চ, বাস এবং ঢাকার ভেতরে অধিকাংশ রুটে বাস চলাচল বন্ধ। ব্যপকভাবে ধারনা করা হচ্ছে বি এন পি আহুত সমাবেশ পন্ড করতেই এই আয়োজন। গত ১২ মার্চের বি এন পির সমাবেশ ঘিরেও অনুরূপ ব্যবস্থা করা হয়েছিল যার ফলে জনগনের দুর্ভোগ হয়েছিল এবং সরকারের এহেন কর্মকান্ডের যথেষ্ঠ সমালোচনা হয়েছিল। দেখা যাচ্ছে সরকার কোন শিক্ষা গ্রহন করেনি। বিরোধীদল হরতাল করলে সকলেই সমালোচনা করে, নিন্দা করে।

এফবিসিসিআই, বিজিএমএ আগ বাড়িয়ে বিরোধীদলকে ধুয়ে দেয়। এবার তারা কি বলবেন? আমেরিকার রাষ্ট্রদুতও দ্যার্থহীন ভাষায় হরতালের সমালোচনা করেছেন। এটাই হওয়া উচিৎ। কিন্তু সরকারের হঠকারিতারও সমান সমালোচনা হওয়া উচিৎ। সরকারের মন্ত্রিরা কথায় কথায় হরতালের বিরোধীতা করেন।

এই সরকারি হরতালের ব্যাপারে তারা কি বলবেন? এই জনদুর্ভোগের দায় দায়িত্ব কি নৌমন্ত্রি শাহজাহান খান এবং যোগাযোগ মন্ত্রি ওবায়দুল কাদের নেবেন?  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।