আমাদের কথা খুঁজে নিন

   

ঔষধ ??? মোটা মানিব্যাগ ছাড়া ফার্মেসীতে পা দিবেন না/#)

গতকাল রাতে মায়ের জন্য SECLO ( Omeprazol ) নামক এসিডিটির একটা ঔষধ কিনতে গিয়ে জাস্ট স্তম্ভিত হয়ে গেলাম, একটা ট্যবলেট ৬ টাকা!!! ভাবলাম ভুল শুনেছি, কিন্তু ফার্মেসীওয়ালাকে দ্বিতীয়বার জিজ্ঞেস করে কনফার্ম হলাম, ভুল শুনিনি, এটাই নাকি বর্তমান রেট। যতটুকু মনে পড়ে এই ট্যাবলেট টা বেশ কিছুদিন আগে ২.৫০/ ৩ টাকায় কিনেছিলাম। এসিডিটির প্রবলেম আমাদের দেশের মোস্ট কমন একটা সমস্যা, প্রায় প্রত্যেক পরিবারেই ২/৩ জন এই সমস্যায় আক্রান্ত, খাদ্যে যে পরিমান ভেজাল থাকে, সেটা খেয়ে এসিডিটির প্রবলেম এ ভোগা খুবই স্বাভাবিক। সুতরাং এই টাইপের ঔষধের দাম ডাবল করে নিলে , ঔষধ কোম্পানির মালিকদের লাভ আর লাভ। যতটুকু জানি একটা সেকলো'র সর্বোচ্চ উৎপাদন খরচ ২০ পয়সা, আর সেটাই আমরা কিনছি ৬ টাকায়!!! আজকে পত্রিকার রিপোর্ট দেখলাম ওষুধের দামে আগুন মানুষ দিশেহারা , না শুধু সেকলো নয়, অতি প্রয়োজনীয় প্রায় সব ঔষধের দামই ডাবল করা হয়েছে। মালিক পক্ষ, মন্ত্রনালয়, ঔষধ প্রশাসন মিলেই এটা করেছে। সাবাস , খেলেরাম খেলে যা!!! কি বলবো? প্রতিদিনই এমন সব ভয়ংকর খবরের সামনে এটা হয়তো নিতান্তই ছোট একটা ব্যাপার, জনগনকে নিয়ে ভাবার কি আছে? দেশটা তো মুষ্টিমেয় কিছু শিল্পপতি আর পলিটিশিয়ানদের , আমরা হচ্ছি ম্যাংগো পিপল, সুতরাং চুষে খেয়ে মাটিতে পুঁতে ফেলাই বেটার!!! কি বলেন???

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।