আমাদের কথা খুঁজে নিন

   

ওয় হোয়, মাইয়া র‌্যাপ গান গায়........

সাধারন মানুষ আমি বুঝিনা সব এত দাম ক্যান মানুষ খেতে পারেনা মানুষ কাজ পা্য় না। যার নাই কাজ সে যাক বান্দারবান পালুক মুরগি এবং হাঁস সাথে চাষ করুক মাছ। গরীব লোকে থাকে পথে ভোগে নানা রোগে তাদের জন্য বানাও না ঘর প্লাস্টিক দিয়ে। যদি ইউকে ইউএস এ মানুষ থাকে গাড়িতে আমার দেশের গরীব থাকুক প্লাস্টিক বাড়িতে। আমরা লিখাপড়া করি আমরা আবোল তাবোল পড়ি আরবী পইড়া হইছে কি ইংলিশ পইড়া হইছে কি মাটির দেশে থাকি যদি কৃষি শিখে রাখি শুধু বইয়ের পাতায় নয় সাথে তালিম দিতে হ্য়।

প্রেম আমরা করি বউকে পালতে পারিনা ছেলের বেকার চক্কর দেখে বাবা মেয়ে দ্যায় না মেয়ে আত্মহত্যা করে ছেলে নেশায় পড়ে ঘোরে চোখে দেখা যায় না যৌবন নষ্ট হয়ে যায়। আমরা ডিগ্রিগুলি নিয়ে কাজ করতে পারিনা কাগজ পেলে লিখি গায়ের শক্তি খাটাই না। যারা কলম নিয়ে ঘোরে তারা থাকে কিছু ভাল আমার শ্রমিক ভাইয়ের ঘরে রাতে জ্বলে নারে আলো। এইগুলা সহজ হিসাব কেউ সুযোগ করে দিক আমরা করে দেখাই আমরা পারব ঠিকঠিক। বুঝছি কথা বুঝ নাই বলবে কি করে কি হবে তাই আরো বলতে হচ্ছে তবেই পথটা বেরোবে।

যে সব জায়গা পরে আছে দেশের আনাচে কানাচে সেই সব লিজ দিয়ে দাও সব জওয়ান পোলার কাছে। সরকারি লোক রাখ তারা দেখা শোনা করবে র‌্যাব আনসার রাখ তারা পাহারা দিবে। এইবার খামার শুরু কর সকল সরকারি জমিতে দেশের মানুষ পেট ভরে কম দামে খাবে তোমরা ব্রিজ দেখি বানাও তোমরা অনেক লোন নাও সেইসব টাকাগুলি কিছু কাজেও লাগাও। জানি বাংলার বাবু মশায় যদি কিছু থাকে সহায় আর কিছু বিদ্যা আছে আর কাজ করতে কে চায়। সরকার সবার হিসাব কর কড়া ট্যাক্স তুমি ধর সেই কর আদায় করে কিছু ফেছিলিটি ছাড়ো।

হায় দেখি দুনিয়ায় মানুষ নিরাপত্তা পায় ই্উ কে আমেরিকায় অরা কোন গুদামের চাল খায়। আসলে ওরা নিজের দেশকে ভালোবাসে দেশের স্বার্থ সবার আগে নিজের স্বার্থ পাশে। ব্যান্ক গুলা এমন লোন দিক যাতে মানুষ খাটলে পরে বাড়ী গাড়ী বউ নিয়া জীবন শুরু করতে পারে। আমগোর গায়ে শক্তি আছে কাজে লাগানোর জায়গা নাই তার মানে এই জাতির ঘটে বুদ্ধি নাই। পাশাপাশি বাড়ুক আমাদের সচেতনতা বাবু দুই একটাই নিবো বেশি নিবনা।

আস সবার জন্য সবাই একটু একটু ভাবি একটা একটা করে করে প্রব্লেমগুলি মাপি। যদি এমন কেউ থাকে যে সঠিক প্লান দিবে দেশের মানুষ সবাই তাকে বুকে তুলে নিবে। যারা রাজনীতি করছে তাদের আসতে হবে লাইন এ নয়তো দিন বদলের হাওয়ায় পড়বে তারা ফাইন এ। যাই হোক প্রিয় ভাই ও বোন অনেক কথা কইলাম ভুল ত্রুটির জন্য আমি ক্ষমা চেয়ে নিলাম। একটা অনুরোধ করি বড় করে ভাব মাথার ভেতর যেই প্লান আসে জোরসে ঝেড়ে কাশো।

আমরা সোনার দেশের মানুষ বলো সোনা ই ফলাবো বাচ্চা কাচ্চাগুলির মুখে দুধ ভাত দিব। অলওয়েস প্রায়রিটি পাবে আমাদের নেক্সট জেনারেশন তাদের জন্য কিছু করার সময় এখন সময় এখন এইগুলা সহজ হিসাব কেউ সুযোগ করে দিক আমরা করে দেখাই আমরা পারবো ঠিক ঠিক আমরা পারবো ঠিক ঠিক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।